চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

ডিসেম্বরে আরেকটি বিপিএল

২৯ জুলাই, ২০১৯ | ১:২৬ পূর্বাহ্ণ

বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য সুখবর- এক বছরেই দু’বার বিপিএল উপভোগ করতে যাচ্ছেন তারা। বিসিবির কার্যনির্বাহী সভা শেষে বোর্ড সভাপতি নিশ্চিত করেছেন, ৬ ডিসেম্বর শুরু হবে বিপিএলের সপ্তম আসর। এই বছরের ৫ জানুয়ারি হয়েছিল বিপিএলের সবশেষ আসর, শেষ হয় ৮ ফেব্রুয়ারি। প্রায় ১০ মাস পরই শুরু হচ্ছে দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আরেকটি আসর। এবারের আয়োজনটি হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। ৩ ডিসেম্বর হবে উদ্বোধনী অনুষ্ঠান। তিন দিন পর শুরু হবে মাঠের লড়াই। নভেম্বরের শুরুতে ভারতে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলার পরপরই বিপিএল উপভোগ করবেন ক্রিকেটপ্রেমীরা। মিরপুরে সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আমরা এবার জমকালো আয়োজনে বিপিএল শুরু করবো। ৩ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠান হবে, বিপিএল শুরু করবো ৬ ডিসেম্বর। এটা নিয়ে আমাদের প্রস্তুতি শুরু হয়ে যাবে।’ এবারের টুর্নামেন্টে আরও একটি ভেন্যু যোগ হতে পারে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে খুলনাকেও ভাবা হচ্ছে আয়োজক শহর হিসেবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট