চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

একাধিক মামলার আসামিসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

পাকিস্তানের মাটিতে ৫৫ বছর পর খেলতে যাচ্ছে ভারত

ক্রীড়া প্রতিবেদক

২৮ জুলাই, ২০১৯ | ১১:০৯ অপরাহ্ণ

পাকিস্তানের মাটিতে ৫৫ বছর পর খেলতে যাবে ভারত। তবে ক্রিকেট খেলতে নয়, ডেভিস কাপ টাই খেলতে আগামী সেপ্টেম্বরে ইসলামাবাদে যাবে ভারতীয় টেনিস দল। অল ইন্ডিয়া টেনিস এসোসিয়েশন পাকিস্তান স্পোর্টস কমপ্লেক্সে এশিয়া ওসিয়েনিয়া গ্রুপওয়ানে ভারতপাক টাইয়ের কথা শনিবার নিশ্চিত করে।

এআইটিএ সচিব হিরণময় চট্টোপাধ্যায় জানান, ডেভিস কাপ টাই খেলতে আমরা পাকিস্তানে যাব। এটা দ্বিপাক্ষিক সিরিজ নয়, এটা আসলে টেনিসের বিশ্বকাপ। সুতরাং এর সঙ্গে আমরা সমঝোতা করতে পারব না।

ভারতীয় টেনিস দলের পাকিস্তান সফর দুই দেশের ক্রীড়াক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দিতে পারে। কারণ ভারতপাক দ্বিপাক্ষিক সিরিজ হিসেবে ডেভিস কাপ টাইকে প্রাথমিক ধাপ বলে মনে করা হচ্ছে। সম্প্রতি আন্তর্জাতিক স্পোর্টস কমিউনিটির চাপ সত্ত্বেও পাকিস্তানি শুটারদের ভারতে আসার ভিসা দেয়নি নরেন্দ্র মোদির সরকার। তবে গত মাসে ভারত সরকারের তরফে জানানো হয় পাকিস্তানি এথলেটদের ভারতে বাধা দেয়া হবে না কোনো ইভেন্টে যোগদানের ক্ষেত্রে।

পাকিস্তানের মাটিতে ভারতীয় ডেভিস কাপে দল খেলার আগে ভেন্যু সিকিউরিটি ব্যবস্থা খতিয়ে দেখবে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ) পিটিএফের তরফে আমন্ত্রণ পত্র আসার পরই খেলোয়াড়দের ভিসার জন্য আবেদন করবে এআইটিএ। ভিসা সংক্রান্ত বিষয়টি মিটতে সময় লাগবে প্রায় চার থেকে পাঁচ সপ্তাহ।

পাকিস্তানের বিরুদ্ধে জিতলেই তবে ওয়ার্ল্ড গ্রুপে খেলার ছাড়পত্র পাবে ভারত। শেষবার ২০০৬ সালে ভারতপাকিস্তান ডেভিস কাপ টাই খেলেছিল। মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে পাকিস্তানকে এ হারায় ভারত। ছয়বারের সাক্ষাতে এখন পর্যন্ত ডেভিস কাপ টাই পাকিস্তানের কাছে হারেনি ভারত।

 

 

 

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট