চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বৃষ্টি বাঁচিয়ে দিল ইমরুলদের

স্পোর্টস ডেস্ক

২৮ জুলাই, ২০১৯ | ১:৫২ পূর্বাহ্ণ

ছোট পুঁজি নিয়ে লড়াইও করতে পারছিল না বাংলাদেশ ‘এ’ দল। দুই ওপেনারের ব্যাটে দ্রুত গতিতে ছুটছিল আফগানিস্তান ‘এ’ দল। তাদের থামাল বৃষ্টি। পরিত্যক্ত হয়ে গেল চতুর্থ ওয়ানডে। বিকেএসপিতে গতকাল শনিবার বৃষ্টির বাধায় ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছিল ৪৪ ওভারে। বাংলাদেশের ইনিংসের ৩৯তম ওভারে বৃষ্টি নামলে ম্যাচের দৈর্ঘ্য আরও কমে যায়; নেমে আসে ৪০ ওভারে। টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ শেষ বলে ১৭৬ রানে অলআউট হয়ে যায়। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে আফগানিস্তান পায় ১৮৭ রানের লক্ষ্য। সফরকারীরা ৮ ওভার ২ বল খেলার পর বৃষ্টির বাধায় খেলা বন্ধ হয়ে যায়। সে সময় আফগানিস্তানের স্কোর ছিল বিনা উইকেটে ৫৭ রান। শুরুতেই রান আউট হয়ে যান মোহাম্মদ নাঈম। জাকির হাসানকে এলবিডব্লিউ করে শিকার ধরেন নাভিন-উল-হক। পরে ফেরান ফজলে মাহমুদকে। থিতু হয়ে ফিরেন অধিনায়ক ইমরুল কায়েস। ৬৩ বলে বাঁহাতি এই ওপেনার ৫ চারে করেন ৩৩ রান। আফিফ হোসেন ৬৪ বলে করেন ৪৫। জাকের আলী, মেহেদি হাসান পারেননি ভালো শুরুটা বড় করতে। শেষের দিকে ফিরে তিন উইকেট নেন নাভিন। ৪০ রানে ৫ উইকেট নিয়ে এই পেসার আফগানিস্তানের সেরা বোলার। জবাব দিতে নেমে বোলারদের ওপর চড়াও হয়ে দ্রুত রান তোলেন আফগানিস্তানের দুই ওপেনার। ইব্রাহিম জাদরান ২৮ বলে ৬ চারে অপরাজিত থাকেন ৩০ রানে। রহমানউল্লাহ গুবরাজ করেন অপরাজিত ২১।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ‘এ’ দল: ৪০ ওভারে ১৭৬ (ইমরুল ৩৩, নাঈম ১, জাকির ০, মাহমুদ ১৩, আফিফ ৪৫, জাকের ২৩, মেহেদি ১৭, আবু হায়দার ১১, অপু ৩, আবু জায়েদ ১, শফিউল ০*; নাভিন ৫/৪০, করিম ০/২২, ফজল ০/২১, আশরাফ ১/৩২, নাসির ০/১২, কায়েস ১/৩৬)
আফগানিস্তান ‘এ’ দল: (লক্ষ্য ১৮৭) ৮.২ ওভারে ৫৭ (ইব্রাহিম ৩০*, রহমানউল্লাহ ২১*; আবু জায়েদ ০/২৪, অপু ০/১২, আবু হায়দার ০/১৭, মেহেদি ০/৪)

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট