চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ইংল্যান্ড টেস্ট দলে আর্চার

স্পোর্টস ডেস্ক

২৮ জুলাই, ২০১৯ | ১:৫২ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে এশেজ সিরিজের প্রথম টেস্টের জন্য বিশ্বকাপে আলো ছড়ানো জফরা আর্চারকে ডেকেছে ইংল্যান্ড। বার্বাডোজে জন্ম নেওয়া গতিময় পেসার প্রথমবারের মতো ডাক পেলেন টেস্ট দলে। ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে বড় অবদান ছিল আর্চারের। ২৪ বছর বয়সী এই পেসার টুর্নামেন্টে নিয়েছিলেন ২০ উইকেট। ২০১৬ সালে অভিষেকের পর থেকে প্রথম শ্রেণির ক্রিকেটে ২৮ ম্যাচ খেলে ২৩.৪৪ গড়ে ১৩১ উইকেট নিয়েছেন আর্চার। চোটের জন্য আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে না পারা অভিজ্ঞ পেসার জেমস এন্ডারসন আছেন ১৪ সদস্যের দলে। আয়ারল্যান্ডের বিপক্ষে ১৪৩ রানে জেতা লর্ডস টেস্টে বিশ্রামে থাকা কিপার-ব্যাটসম্যান জস বাটলার ও অলরাউন্ডার বেন স্টোকস ফিরেছেন টেস্ট দলে। নাইটওয়াচম্যান নেমে অপরাজিত ৯২ রানের ইনিংসের জন্য ম্যাচ সেরার পুরস্কার জেতা বাঁহাতি স্পিনার জ্যাক লিচ জায়গা হারিয়েছেন। আগামী বৃহস্পতিবার বার্মিংহামের এজবাস্টনে শুরু হবে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। প্রথম টেস্টের ইংল্যান্ড দল: জো রুট (অধিনায়ক), মইন আলি, জেমস এন্ডারসন, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, স্যাম কারান, জো ডেনলি, জেসন রয়, বেন স্টোকস, অলিভার স্টোন, ক্রিস ওকস।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট