চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সেমিতে মুমিনুলদের প্রতিপক্ষ ছত্তিসগড়

২৭ জুলাই, ২০১৯ | ১:৩৪ পূর্বাহ্ণ

ভারতে আমন্ত্রিত হয়ে মিনি রঞ্জি ট্রফিতে খেলছে বিসিবি একাদশ। ড. কে থিম্মাপ্পায়া মেমোরিয়াল টুর্নামেন্টে প্রথম দুটি ম্যাচে ড্র করলেও তৃতীয় ম্যাচে এসে জয় পেলো বাংলাদেশের দলটি। ভারতের ক্লাব কেএসসিএ সেক্রেটারিস একাদশের বিপক্ষে ১০ উইকেটের বিশাল জয় পায় বিসিবি একাদশ। আর এ জয়ে সেমিফাইনালে ওঠলো মুমিনুল হকরা। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সেমিফাইনালে দলটির প্রতিপক্ষ ছত্তিসগড় রাজ্য ক্রিকেট সংঘ। দুই দলের মধ্যকার সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুতে। নিজেদের জোনে শীর্ষে থেকে বিসিবি একাদশ নিশ্চিত করে শেষ চার। ১০ জুলাই থেকে শুরু হওয়া টুর্নামেন্টে ১৫ সদস্যের বিসিবি একাদশ ভারতে পাড়ি জমায়। ৪ দিনের ম্যাচের এই টুর্নামেন্টে অংশ নেয় মোট ১৬টি দল। এ, বি, সি ও ডি জোন- এই ৪টি গ্রুপে ভাগ করা হয় দলগুলোকে। যেখানে বিসিবি একাদশ ছিল বি জোনে। গ্রুপ পর্বে ৩টি ম্যাচ খেলে সেমিফাইনালে ওঠে হয় বাংলাদেশের প্রথম সারির বেশ কয়েকজন খেলোয়াড়কে নিয়ে গড়া দলটি।
বেঙ্গালুরু ও মাইসুরুর ৮টি ভেন্যুতে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৩ আগস্ট থেকে। ফাইনালে জায়গা করে নিতে হলে গ্রুপ পর্বের মতো সেমিফাইনালেও ভালো ক্রিকেট উপহার দিতে হবে বিসিবি একাদশকে। গ্রুপ পর্বে বিসিবি একাদশ লড়েছিলো বিদারভা ক্রিকেট এসোসিয়েশন, ডা. ডি. উয়াই পাতিল ক্রিকেট একাডেমি ও কেএসসিএ সেক্রেটারি একাদশের বিপক্ষে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট