চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কারাতে জাজ হিসেবে ‘এ’ গ্রেড পাস করলেন কাউসার আহমেদ

২৬ জুলাই, ২০১৯ | ১:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের চীফ কোচ ও সাধারণ সম্পাদক সেনসাই কাউসার আহমেদ এশিয়ান কারাতে ফেডারেশনের জাজ ‘বি’ গ্রেড থেকে ‘এ’ গ্রেডে উর্ত্তীর্ণ হয়েছেন। গত ১৫-২১ জুলাই এশিয়ান কারাতে ফেডারেশনের আয়োজনে ও ন্যাশনাল কারাতে ফেডারেশন অফ উজবেকিস্তানের ব্যাবস্থাপনায় রাজধানী তাসকন্দ নগরীর হোটেল ইন্টারন্যাশনাল -৫ ও স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন এশিয়ান কারাতে ফেডারেশনের জাজ আপগ্রেডিং পরীক্ষায় অংশ নিয়ে তিনি এ কৃতিত্ব অর্জন করেন।
উল্লেখ্য সেনসাই কাউসার আহমেদ ওয়াল্ড কারাতে ফেডারেশন ও এশিয়ান কারাতে ফেডারেশন (কন্টিনেন্টাল ও ওয়াল্ড লেভেলে) পাস করা বাংলাদেশের একমাত্র পুরুষ কারাতে জাজ। তিনি ওয়াল্ড কারাতে ফেডারেশনের জাজ-বি লাইসেন্সধারী ও এশিয়ান কারাতে ফেডারেশনের জাজ-এ লাইসেন্সধারী হওয়ার কৃতিত্ব অর্জন করলেন। এশিয়ান কারাতে ফেডারেশভুক্ত ২৪ টি দেশের পরীক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহ-সভাপতি ও সাউথ এশিয়ান কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সেন্টু এর নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয় সিনিয়র কারাতে দল অংশগ্রহণ করে। সেনসাই কাউসার আহমেদ এর এ সাফল্যে চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের সভাপতি মনজুর মোর্শেদ ফিরোজ ও বাংলাদেশ জাতীয় কারাতে দলের মহিলা ম্যানেজার সেনসাই লতা পারভীনসহ সংশ্লিস্ট কর্মকর্তারা অভিনন্দন জ্ঞাপন করেছেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট