চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কলম্বোয় বৃষ্টির সম্ভাবনা, টস গুরুত্বপূর্ণ

ভালো খেলতে চান অধিনায়ক তামিম

স্পোর্টস ডেস্ক

২৬ জুলাই, ২০১৯ | ১:৩১ পূর্বাহ্ণ

বাংলাদেশের বিপক্ষে আজকের প্রথম ওয়ানডে দিয়ে লাসিথ মালিঙ্গাকে বিদায় জানাবে শ্রীলংকা। সিরিজ শেষে কোচদের বিদায় ঘন্টা বেজে যাবে। এরপর ভারত বিশ্বকাপ নিয়ে নতুন করে পরিকল্পনা সাজাবে লংকানরা। তাই বলে বিশ্বকাপের পরে বাংলাদেশের বিপক্ষে সিরিজকে তারা গুরুত্ব দিচ্ছে না এমন নয়। বরং মালিঙ্গাকে সুখস্মৃতি নিয়ে বিদায় দেওয়ার জন্য হলেও আজকের ম্যাচটা জিততে চায় শ্রীলংকা। অন্যদিকে মাশরাফি ও সাকিবকে ছাড়া ভিন্ন চেহারায় টাইগাররাও। দুলে সুযোগ পাওয়া নতুনরা যেমন জয় দিয়ে শুরু চান তেমনি ‘অভিষেক’-এ তামিম ইকবালও চান ভালো শুরু। তবে আজ বৃষ্টি বাধা হয়ে আসতে পারে। কলম্বো আবহাওয়া পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা আছে। ইংল্যান্ড বিশ্বকাপে ব্রিস্টলে বাংলাদেশ-শ্রীলংকার গুরুত্বপূর্ণ ম্যাচটা বৃষ্টিতে ভেসে যায়। ছয়ে শেষ করা শ্রীলংকার ওই ম্যাচ দিয়ে হা-হুতাশ আছে। ম্যাচটা জিততে পারলে সেমিফাইনালের বড় প্রতিদ্বন্দী হয়ে উঠতো তারা। শ্রীলংকার বিপক্ষে ম্যাচটা ভেসে যাওয়ায় আফসোস আছে বাংলাদেশ দলের ক্রিকেটার, কোচ, নির্বাচক এবং ভক্তদের। মালিঙ্গার বিদায়ী ম্যাচে ছেড়ে কথা বলবে না বাংলাদেশ। সর্বশেষ তিন ম্যাচের ফলও বাংলাদেশের পক্ষে। এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের ১৩৭ রানের জয়। মুশফিকের ১৪৪ রানের ইনিংস এখনও তাজা। শ্রীলংকার বিপক্ষে বরাবরই ভালো খেলেন তামিম। দারুণ এক ম্যাচ দেখার আশা তাই করতেই পারেন দুই দেশের ক্রিকেট ভক্তরা। তবে মালিঙ্গার বিদায়ী ম্যাচে হানা দিতে পারে বৃষ্টি। সারাদিন কলম্বোয় বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া কলম্বোর পি সারা স্টেডিয়ামে টসও গুরুত্বপূর্ণ। সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতে প্রথমে ব্যাট করা দল জিতেছে এখানে। প্রথমবারের মতো অধিনায়ক হিসেবে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছেন তামিম ইকবাল। রঙ্গিন পোশাকে নেতৃত্বের অভিষেক হতে যাচ্ছে তার। বিশ্বকাপে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। হয়েছেন সমালোচিত। শ্রীলঙ্কায় এসে একমাত্র প্রস্তুতি ম্যাচেও তার ব্যাটে রান ছিল না। এবার মূল মঞ্চে পারফর্মার এবং অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করতে চান দেশসেরা ওপেনার। তবে অধিনায়কত্বের অভিষেক নিয়ে বাড়তি কিছু ভাবছেন না তামিম ইকবাল। টাইগার এই ওপেনার জানালেন, বিষয়টি নিয়ে মোটেও বাড়তি উদ্দীপনা নেই তাঁর। টিম ম্যানেজমেন্ট যে দায়িত্ব দিয়েছে, ৩০ বছর বয়সী এই ক্রিকেটার তা ঠিকভাবে পালন করতে চান। লঙ্কানদের বিপক্ষে ম্যাচ সামনে রেখে গতকাল সংবাদমাধ্যমের মুখোমুখি হন তামিম। জানালেন, নতুন দায়িত্ব নিয়ে নিজের অনুভূতির কথা। তামিমের কথায়, ‘সত্যি কথা বলতে, অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে অভিষেক হচ্ছে, এ রকম কোনো চিন্তা করছি না। শুনতে ভালো লাগছে যে অধিনায়ক হিসেবে অভিষেক হবে। আসলে একজন অধিনায়কের তখনই ভালো লাগবে, যখন দল জিতবে। যদি কাল (আজ) জিততে পারি, তাহলেই অধিনায়ক হিসেবে সার্থকতা আসবে। আপনার দলের বাকি ১০ জন কেমন পারফরম্যান্স করবে, সেটার ওপরই নির্ভর করবে আপনি অধিনায়ক হিসেবে কেমন। কী হচ্ছে, না হচ্ছে, সেটা নিয়ে আমি ভাবছি না। কীভাবে দলের জন্য অবদান রাখা যায়, সেটাই এখন মূল বিষয়। যেটা আমার কাজ, সেটাই আমি করতে চাই। বোর্ড আমাকে যে দায়িত্ব দিয়েছে, সেটা আমি আমার ক্রিকেটারদের নিয়ে পূরণ করার চেষ্টা করব।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট