চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

এখনই মাশরাফির অবসর চান না মালিঙ্গা

২৬ জুলাই, ২০১৯ | ১:৩০ পূর্বাহ্ণ

হাঁটুর ইনজুরির কারণে শ্রীলঙ্কা সিরিজে যাওয়া হয়নি ওয়ানডে দলপতি মাশরাফি বিন মুর্তজার। খুব সম্ভবত এটাই ছিল বিদেশের মাটিতে তাঁর শেষ সফর। এই সিরিজের পর বাংলাদেশের মাটিতে কোনো এক ওয়ানডে সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিতে পারেন দেশের সবচেয়ে সফল এই অধিনায়ক। পুরো ক্যারিয়ার জুড়ে ইনজুরির সঙ্গে যুদ্ধ করে দেশের স্বার্থে নিজেকে এতোদূর নিয়ে এসেছেন ৩৫ বছর বয়সী এই পেসার। তাঁর সমবয়সী আরেকজন লাসিথ মালিঙ্গা, যিনি বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই ওয়ানডে ফরম্যাট থেকে আজই অবসরে যাচ্ছেন। নিজে ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেও মনে করছেন, বাংলাদেশের হয়ে আরও এক দেড় বছর খেলার মতো সামর্থ্য আছে মাশরাফির। ওয়ানডে ফরম্যাটে লঙ্কানদের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী এই পেসারের দাবি, বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক কিছু করেছে মাশরাফি। সম্প্রতি এক সাক্ষাতকারে মালিঙ্গা বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে হলে কি করতে হবে তা আপনাকে বুঝতে হবে। সে বাংলাদেশের জন্য অনেক কিছুই করেছে। -ইন্টারনেট

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট