চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

হাথুরুসিংহেই কি হচ্ছেন বাংলাদেশের কোচ!

২৫ জুলাই, ২০১৯ | ১০:২০ অপরাহ্ণ

রোডসের বিদায়ের পর টাইগারদের কোচ হয়ে কে আসছেন এই নিয়ে সরগরম ক্রিকেট পাড়া থেকে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। যদিও এরিমধ্যে একজনের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে, তিনি হলেন সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তবে বিশ্বকাপ শেষে দেশে আসার পর কোচ নিয়ে পাপনের করা মন্তব্য নিয়ে সন্দেহের তির আরও ঘণীভূত হচ্ছে, হাথুরুকে নিয়ে।
হাথুরুসিংহেই কোচ হয়ে আসছেন এমন প্রশ্নে বিসিবি প্রেসিডেন্ট উত্তর দিলেন সাবধানী ভঙ্গীতে। তবে জানিয়েছেন, হাথুরুও একজন ক্যান্ডিডেট। নাজমুল হাসান বলেন, ‘এখন তো শ্রীলংকা সিরিজ চলছে। হাথুরুসিংহের সঙ্গে এখন কথা বলা নিষিদ্ধ, এখন তো কথা বলাই যাবে না। এই সিরিজের পর যদি তার ব্রেক থাকে আর সে যদি আসতে চায় তাহলে সেও কোচের পদে একজন ক্যান্ডিডেট। ওরকম নির্দিষ্ট কিছু আমাদের এখনও কারো সঙ্গে হয়নি।’
এদিকে, শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দো বোর্ডের কাছে চিঠি পাঠিয়েছে হাথুরুর ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেওয়ার জন্য। দ্বীপরাষ্ট্রটির সঙ্গে বাংলাদেশের এই সাবেক কোচের চুক্তি আছে আরও ১৬ মাস। তবে লঙ্কান ক্রীড়ামন্ত্রীর চিঠিতে আভাস পাওয়া যাচ্ছে হাথুরু অধ্যায় সমাপ্তি হতে যাচ্ছে খুব শিগগিরই।
২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ ছিলেন হাথুরু। তার অধীনে বাংলাদেশ অনেক নজরকাড়া সাফল্য এসেছে। বড় দলগুলোর বিপক্ষে সিরিজ জয় ছাড়াও, ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনাল খেলেন মাশরাফিরা।
এদিকে, বিসিবিও উঠে পড়ে লেগেছে কোচ নিয়োগের জন্য। এখনো কয়েকজনের চুক্তি শেষ না হওয়ায় কথা বলতে পারছেন না বলে মন্তব্য করেছেন নাজমুল হাসান। তিনি বলেন, ‘আমরা তো এখনই চাচ্ছি। যত দ্রুত সম্ভব। বিশ্বকাপের পর কয়েকজনের চুক্তি এখনো শেষ হয়নি। যারা কয়েকজন আটকে আছে, কথা চলছে অনেকের সাথে। ওখান থেকে শর্ট লিস্ট করে সেখান থেকে নিজেরা বসেই নির্বাচন করব।’
২৭ তারিখ বিসিবির বোর্ড সভা রয়েছে। এই দিনের মধ্যেই কী হবে কোচ নিয়োগ? এমন প্রশ্নে বোর্ড প্রেসিডেন্ট বলেন, ‘২৭ তারিখে আমরা তেমন কোনো আপডেট দিতে পারব কিনা নিশ্চিত না। তবে আমাদের কোচ নিয়ে প্রক্রিয়া চলছে। হেড কোচ, ফাস্ট বোলিং কোচ দেখছি, আবার ফিজিও আছে। আমরা এবার ঠাণ্ডা মাথায় বুঝে শুনে কোচ নিতে চাচ্ছি। শুধু নাম দেখে না। কিংবা শুধু বিগত অভিজ্ঞতা দেখে না।’

 

পূর্বকোণ/ এস

 

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট