চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

আজ লর্ডসে ইতিহাস গড়তে যাচ্ছে আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক

২৪ জুলাই, ২০১৯ | ১:৩৮ পূর্বাহ্ণ

মাত্র এক সপ্তাহ আগেই ঐতিহাসিক লর্ডসে বিশ্বজয়ের স্বারক বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেছিলেন এক আইরিশ, ইয়ন মরগান। সেই লর্ডসেই সপ্তাহ না যেতে আরও একটি ইতিহাস রচনা করতে চলেছে আয়ারল্যান্ড। এবার আর নির্দিষ্ট কোনো আইরিশ নয়, এবার পুরো আয়ারল্যান্ড দলই খেলতে নামবে লর্ডসে। ক্রিকেটের ঐতিহাসিক ভেন্যুটিতে অনেকেই তো খেলতে নামে। কিন্তু আয়ারল্যান্ডের ক্ষেত্রে সেটা ইতিহাস হবে কেন? কারণ, এই প্রথম ক্রিকেটের তীর্থভূমিতে টেস্ট খেলতে নামছে আয়ারল্যান্ড।
আজ স্বাগতিক ইংল্যান্ড অধিনায়ক জো রুটের সঙ্গে টস করতে নামবেন আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। টেস্ট খেলার মর্যাদা পাওয়ার পর থেকে এখনও পর্যন্ত মাত্র দুটি ম্যাচ খেলতে পেরেছে আয়ারল্যান্ড। গত বছর ডাবলিনে নিজেদের ইতিহাসে প্রথম টেস্ট ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় আইরিশরা। যেটার শেষ দিনে এসে তারা হেরে গিয়েছিল। এরপর চলতি বছর মার্চে ভারতের দেরাদুনে এক ম্যাচের টেস্ট সিরিজে আফাগানিস্তানের মুখোমুখি হয় আয়ারল্যান্ড। এই দুই টেস্টের কোনোটিতেই জিততে পারেনি তারা। নিজেদের টেস্ট ইতিহাসে তৃতীয় ম্যাচটিই আয়ারল্যান্ড খেলতে নামছে লর্ডসের মাটিতে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন, স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে। আইরিশদের কাছে এ কারণেই এই টেস্ট ম্যাচটি ঐতিহাসিক। তারওপর, লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে আইরিশদের এই ম্যাচটি হতে যাচ্ছে চারদিনের। এ কারণেও, ইতিহাসের পাতায় নাম লেখাচ্ছে ইংল্যান্ড-আয়ারল্যান্ডের মধ্যকার লর্ডস টেস্ট। আয়ারল্যান্ডের ক্রিকেট বেশ কয়েক বছর থেকেই সবার নজরে রয়েছে। বিশেষ করে ২০০৭ সালে পাকিস্তানকে এবং ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে তোলপাড় ফেলে দেয় তারা ক্রিকেট বিশ্বে। কিন্তু তাদের সবচেয়ে বড় আকাংখা ছিল টেস্ট স্ট্যাটাস প্রাপ্তি। সেই প্রাপ্তিটাও যখন এসে গেলো, তখন বিশ্বকাপের বাছাই পর্ব থেকে আয়ারল্যান্ডকে বিদায় নিতে হয়। ২০১৯ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি তারা। কিন্তু আইরিশদের সামনে সময় এসেছে, তারা যে ১০ দলে নামিয়ে আনা বিশ্বকাপে খেলার যোগ্যতা রাখে তা প্রমাণ করার। বিশ্বকাপ যখন বড় হওয়ার কথা, তখন তাকে ছোট করে ফেলারও মোক্ষম একটা জবাব দেয়ার সুযোগ আয়ারল্যান্ডের সামনে। আয়ারল্যান্ড বর্তমান দলটির বেশ কয়েকজন সদস্যই এখন খেলছেন কাউন্টি ক্রিকেটে। যাদের মধ্যে রয়েছেন টিম মুরতাগ। যিনি খেলেন লর্ডস ভিত্তিক কাউন্টি ক্লাব মিডলসেক্সে এবং কিছুদিন আগেই যিনি প্রথম শ্রেণির ক্রিকেটে ৮০০ উইকেট নেয়ার গৌরব অর্জন করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট