চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

খুলনা টাইগার্সকে ১৪৪ রানের টার্গেট দিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

স্পোর্টস ডেস্ক

২৮ জানুয়ারি, ২০২২ | ৩:৪৬ অপরাহ্ণ

বিপিএলের চট্টগ্রাম পর্বের আজকের খেলায় খুলনা টাইগার্সকে ১৪৪ রানের টার্গেট দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুর দেড়টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হওয়া এই ম্যাচে টসে জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠায় খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বন্দরনগরীর দলটি। দ্বিতীয় ওভারে দলীয় ৩ রানের মাথাতেই নাবিল সামাদের বলে ফারহাদ রেজার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ওপেনার কেনার লুইস। খুলনার হয়ে আজ মাঠে নেমে প্রথম বলেই উইকেট তুলে নেন নাবিল।

এরপর অবশ্য ওয়ান ডাউনে নামা আফিফ হোসেনকে সাথে নিয়ে ভালোই খেলতেছিলেন আরেক ওপেনার উইল জ্যাকস। ২৩ বলে ২৮ রান করা জ্যাকস আউট হন পেরেরার বলে সরাসরি বোল্ড হয়ে। তাররপর ব্যাটিংয়ে এসে সুবিধা করতে পারেননি সাব্বির রহমান। ৪ বলে ৪ রান করেই ফিরে যান এই মারকুটে ব্যাটসম্যান। এরপর থেকে নিয়মিতে বিরতিতে উইকেট হারাতে থাকা চট্টগ্রাম ১১৬ রান তুলতে হারিয়ে ফেলে ৮ উইকেট।

ভালো খেলতে থাকা আফিফ ৩৭ বলে ৪৪ রান করে আউট হন ফরহাদ রেজার বলে। শেষের তিন ওভারে নাইম ইসলাম আর শরীফুল ইসলাম মিলে দলের রানকে গতি এনে দেয়ার চেষ্টা করেছেন। শেষমেশ নাইম ১৯ বলে ২৫ আর শরীফুল ৬ বলে ১২ রান করলে নির্ধারিত ২০ অভার শেষে চট্টগ্রামের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৪৩।

খুলনার হয়ে থিসারা পেরেরা ৪ ওভারে ১৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। এদিকে করোনা মুক্ত হয়ে আজ খুলনার একাদশে ফিরেছেন ওপেনার সৌম্য সরকার।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট