চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

আজ কাপ্তাইয়ে জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

২৩ জুলাই, ২০১৯ | ১:৪৮ পূর্বাহ্ণ

এর আগে কখনোই বৃহত্তর চট্টগ্রামে সাঁতার নিয়ে জাতীয় কোন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি। কাপ্তাইয়ে জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা’র মাধ্যমে সে প্রতিক্ষার অবসান হচ্ছে আজ। প্রতিযোগিতাটি সকাল ১০ টায় কাপ্তাইয়ের বরাদম বাজার থেকে শুরু হয়ে বানৌজা শহীদ মোয়াজ্জম বোটপুলে এসে শেষ হবে। প্রথম দফায় ৬ জন মহিলা এবং দ্বিতীয় বারে ৮ জন পুরুষদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে মহিলারা প্রায় ১১ কিলোমিটার এবং পুরুষরা প্রায় ১৩ কিলোমিটার পর্যন্ত দুরত্বে সাঁতার প্রতিযোগিতায় অংশ নেবেন। এতে দু ইভেন্টে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারিদের জন্য মেডেলসহ প্রাইজমানি রয়েছে। বিকেল ৪টায় বানৌজা শহীদ মোয়াজ্জম মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। বিশেষ অতিথি থাকবেন রিয়ার এডমিরাল মোহাম্মদ আবু আশরাফ, (ট্যাজ), বিএন কমান্ডার, চট্টগ্রাম নৌ অঞ্চল। সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয় সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারি পুরুষ প্রতিযোগীরা হলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ ও সুজন মিয়া বাংলাদেশ নৌবাহিনীর পলাশ চৌধুরী ও জাহিদুল ইসলাম, বাংলাদেশ আনসারের সাজ্জাদ হোসেন ও মো. নয়ন আলী এবং পাবনা জেলা ক্রীড়া সংস্থার রবিউল ইসলাম ও পাবনা জেলার ইছামতি সুইমিং ক্লাবের মো. কাজল মিয়া। মহিলা প্রতিযোগীরা হলেন, বাংলাদেশ সেনাবাহিনীর রোমানা আক্তার ও নাঈমা খাতুন, বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা, বাংলাদেশ আনসারের মুক্তি খাতুন, কুষ্টিয়া সাগরখালী সুইমিং ক্লাবের জুলি আক্তার এবং ঝিনাইদহ পূর্বাচল সুইমিং ক্লাবের বৈশাখি। ইতিমধ্যে প্রতিযোগী, বিচারক এবং ফেডারেশনের কর্মকর্তারা কাপ্তাইয়ে পৌঁছে গেছেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট