চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ক্রিকেটে আমরা সবাই একটি পরিবার

নেতৃত্ব উপভোগ করতে চান তামিম

স্পোর্টস ডেস্ক

২৩ জুলাই, ২০১৯ | ১:৪৮ পূর্বাহ্ণ

শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে আজ একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত প্রেমাদাসা স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ। এরপর অধিনায়ক তামিম ইকবাল ও কোচ খালেদ মাহমুদ চলে গেলেন তাজ সমুদ্র হোটেলে সিরিজের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের জন্য। সেখানে নিজেদের প্রস্তুতির পাশাপাশি শ্রীলংকা সফরের নিরাপত্তা ইস্যু নিয়েও কথা বলেন তামিম। তামিমের জন্য এই সফরটা অনেক দিক দিয়েই চ্যালেঞ্জিং। বিশ্বকাপে রান পাননি, তার চেয়েও বেশি চোখে পড়েছে খোলসের ভেতর ঢুকে থাকা। এবার প্রথমবারের মতো রঙিন পোশাকে বাংলাদেশকে নেতৃত্বও দিতে যাচ্ছেন। কাজটা তামিম চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন, ‘এই দায়িত্ব আমাকে ক্রিকেট বোর্ড থেকে দেওয়া হয়েছে। আমি এটা চ্যালেঞ্জ হিসেবেই দেখছি, আমি নিজের পারফরম্যান্স দিয়ে সামনে থেকে নেতৃত্ব দিতে চাই। আমি নিশ্চিত এটা আমি উপভোগ করতে চাই। দেখা যাক এটা সিরিজ শেষে কি রকম দাঁড়ায়।’ তবে কলম্বোতে আসার পর থেকে কন্ডিশনের সঙ্গেও একটু মানিয়ে নিতে হচ্ছে বাংলাদেশকে। ঢাকার মতো এখানেও তীব্র গরম, সঙ্গে সমুদ্রপাড়ের আর্দ্রতা তো আছেই। আজ সকালে শ্রীলংকা একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এর মধ্যে সবাই চলেও এসেছেন। তামিম বলছেন, সেরা একাদশের সবাই এই ম্যাচে অংশ নেবেন, ‘একটা জিনিস আমার কাছে মনে হয় দুই দিন আগে আসতে পেরেছি এটা ভালোই হয়েছে। এখানে অনেক বেশি গরম। মানিয়ে নেওয়ার ব্যাপারও আছে। কালকে (আজ) একটা অনুশীলন ম্যাচ আছে। আমরা চেষ্টা করছি, প্রথম ম্যাচে যে একাদশ খেলাতে চাই তাদের বেশির ভাগ যেন সুযোগ পায়। বাকিটা কোচ ও ম্যানেজমেন্ট ঠিক করবে। তবে এখন পর্যন্ত আমাদের এরকমই পরিকল্পনা আছে।’
নিরাপত্তা ইস্যু নিয়ে অধিনায়ক বললেন, ‘খুব বেশি দিন আগেও কিন্তু আমরা একই অবস্থায় ছিলাম। শ্রীলংকা একটি দল যারা এগিয়ে এসেছিল, আমাদের সাহায্য করেছিল। ক্রিকেটে আমরা একটি পরিবার, যখনই এমন কোন পরিস্থিতি আসবে তখন আমাদের এগিয়ে আসা উচিৎ। আমরা এখানে খুব আরামদায়ক অবস্থায় আছি। ছেলেরাও উপভোগ করছে। হোটেলে তারা সম্পূর্ণ নিরাপদ বোধ করছে।’
চলতি বছরের এপ্রিলে শ্রীলংকাতেও কয়েকটি শহরের গির্জা ও হোটেলে একযোগে জঙ্গি হামলা হয়। বহু বিদেশী নাগরিক সহ প্রায় ২০০ জনের মতো মানুষ মারা যায়। দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে। এরপর বাংলাদেশই প্রথমবারের মতো লংকায় সিরিজ খেলতে গিয়েছে। তবে এর মধ্যেই দেশটি প্রায় সকল দুরবস্থা কাটিয়ে উঠেছে। সেখানকার নিরাপত্তা ব্যবস্থায় তাই দারুণ সন্তুষ্ট তামিম। এমনকি দলের কোন খেলোয়াড়ই শ্রীলংকা সিরিজ নিয়ে নুন্যতম দ্বিধায় ছিলেন না বলেও জানান তামিম, ‘শ্রীলংকা আসার জন্য আমাদের দলের সবাই ইতিবাচক ছিল… আমার মনে হয় না দলের কেউ আছে যে শ্রীলংকা আসতে চায়নি। সবাই আসতে চেয়েছে। শ্রীলংকা সবসময় ক্রিকেট খেলার জন্য দারুণ একটি জায়গা। এখানে নিরাপত্তা ব্যবস্থা হতে শুরু করে সব কিছুই ভালো। ক্রিকেট ছাড়া আমরা এখন কিছুই ভাবছি না।’ নিরাপত্তা ব্যবস্থা হতে শুরু করে সব ধরণের সুযোগ সুবিধা নিশ্চিত করায় শ্রীলংকান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাতে ভুল করেননি তামিম। দারুণ একটি সিরিজের প্রত্যাশা করছেন অধিনায়ক, ‘শ্রীলংকান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই যেভাবে তারা আমাদের দেখা শুনা করছে তার জন্য। নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো। যে ধরণের সুবিধা দেওয়া হয়েছে সেটাও দারুণ। দুটি দল, দুটি ভালো দলের লড়াই হবে। আমাদের অনেক কিছু প্রমাণের আছে। শ্রীলংকারও। আশা করছি সবাই উপভোগ করবে। দর্শকরাও আসবে, উপভোগ করবে।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট