চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ক্যারিবীয়দের হারিয়ে সিরিজ সমতায় আয়ারল্যান্ড

পূর্বকোণ ডেস্ক

১৪ জানুয়ারি, ২০২২ | ১১:২০ অপরাহ্ণ

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে বৃষ্টি আইনে ৫ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। আর তাতেই সিরিজে ১-১ সমতায় ফিরেছে আইরিশরা। ফলে সিরিজের তৃতীয় ওয়ানডেটি হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারণী ম্যাচ। তৃতীয় এবং শেষ ম্যাচে আগামী রবিবার আবারও মাঠে নামবে দুদল।

ব্যাট হাতে নেমে ১১১ রানেই ৭ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তবে শেষ তিন উইকেটে ১১৮ রান যোগ করতে পারে ক্যারিবীয়রা। এতে ২ ওভার বাকী থাকতে ২২৯ রানে অলআউট হয় স্বাগতিকরা।

নয় নম্বরে নামা রোমারিও শেফার্ড ৪১ বলে ৭টি চারে ৫০ ও দশ নম্বরে নামা ওডিন স্মিথ ১৯ বলে ২টি চার ও ৫টি ছক্কায় ৪৬ রান করেন। আয়ারল্যান্ডের এন্ডি ম্যাকব্রিন ৪টি ও ক্রেইগ ইয়ং ৩টি উইকেট নেন।

২৩০ রানের টার্গেটে ভালো জবাব দিচ্ছিলো আয়ারল্যান্ড। ৩১ দশমিক ২ ওভারে ৪ উইকেটে ১৫৭ রান সংগ্রহের পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে বৃষ্টি আইনে ৩৬ ওভারে ১৬৮ রানের টার্গেট পায় আইরিশরা। অর্থাৎ, ২৮ বলে ১১ রানের দরকার ছিলো। বাকী কাজটুকু করতে আট বল খরচ করে আয়ারল্যান্ড।

দলের পক্ষে হ্যারি টেক্টর অপরাজিত ৫৪ রান করেন। অধিনায়ক পল স্টার্লিং ২১ রানের ইনিংস খেলে আয়ারল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে ৫ হাজার রান পূর্ণ করেন। ম্যাচ সেরা হন ম্যাকব্রিন।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট