চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রেলিগেশন পর্বে স্টার ক্লাব ও ইয়ং স্টার ব্লুজের জয়

কনফিডেন্স সিমেন্ট ক্রিকেটের শিরোপা দৌড়ে মোহামেডান ও নওজোয়ান

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

৩ মে, ২০১৯ | ১:৩৬ পূর্বাহ্ণ

কনফিডেন্স সিমেন্ট প্রথম বিভাগ ক্রিকেটের সুপার ফোর পর্বে নিজ নিজ খেলায় জয় পেয়ে শিরোপা রেসে নিজেদের অবস্থান আরো সুদৃঢ় করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আগ্রাবাদ নওজোয়ান ক্লাব। এ জয়ের ফলে মোহামেডান ২৪ ও নওজোয়ান ২১ পয়েন্ট নিয়ে একে অপরের খুব কাছাকাছি অবস্থান করছে। বুধবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় মোহামেডান ৩৩ রানে শতদল জুনিয়রকে এবং জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের খেলায় নওজোয়ান ক্লাব সহজেই ৮ উইকেটে ফিরিঙ্গী বাজার লাকি স্টার ক্লাবকে পরাজিত করেছে। টসে জিতে মোহামেডান প্রথমে ব্যাট করে ৪৮.৪ ওভারে ১৫৭ রানে অল-আউট হয়। জবাবে শতদল জুনিয়র ৪০.১ ওভারে ১২৪ রানে সবকটি উইকেট হারায়। অপর ম্যাচে টসে হেরে আগে ব্যাট করে ফিরিঙ্গীবাজার লাকি স্টার ৪৯.৩ ওভারে ১৪৩ রানে অল-আউট হয়। জবাবে নওজোয়ান ক্লাব ৩৫.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত (১৪৬) করে। আজ এ পর্বের ২টি খেলায় জহুর আহমেদ স্টেডিয়ামে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব ও শতদল জুনিয়র এবং এম এ আজিজ স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ফিরিঙ্গীবাজার লাকি স্টার ক্লাব প্রতিদ্বন্ধিতা করবে।
এদিকে রেলিগেশন পর্বে স্টার ক্লাব ও ইয়ং স্টার ব্লুজ জয় পেয়েছে। গতকাল মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় স্টার ক্লাব ৩ উইকেটে ওপিএ’কে এবং জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের খেলায় ইয়ং স্টার ব্লুজ ৪ উইকেটে শতাব্দী গোষ্ঠীকে হারিয়েছে। ২টি খেলায় ওপিএ দল আগে ব্যাট করে ৩৫.৩ ওভারে ৯০ রানে অল-আউট হয়। জবাবে স্টার ক্লাব ৩০ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে (৯১) পৌঁছে। অন্য ম্যাচে শতাব্দী গোষ্ঠী আগে ব্যাট করে ৪৬.২ ওভারে ১৩৯ রানে সবকটি উইকেট হারায়। জবাবে ইয়ং স্টার ব্লুজ ৩৮.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় (১৪০) নিশ্চিত করে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট