চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সাকিব ভাইয়ের জায়গায় ভালো কিছু করতে চাই : তাইজুল

স্পোর্টস ডেস্ক

২২ জুলাই, ২০১৯ | ১:১৫ পূর্বাহ্ণ

৬০৬ রান ও ১১ উইকেট! বিশ্বকাপ জুড়ে দুর্দান্ত ফর্মে থাকা সাকিব আল হাসান রয়েছেন ছুটিতে। আর তাই শ্রীলঙ্কা সফরের জন্য সাকিবের বদলি খেলোয়াড় নিয়ে বাড়তি ভাবনা। বিশ্বসেরা অলরাউন্ডারের পরিবর্তে কাকে নেবে দল? সাকিব যে ব্যাট-বলে একাই একশো! এর প্রমাণ দিয়ে এসেছেন প্রায় ১ যুগ ধরেই। তবু তার জায়গায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দলে ফিরেছেন তাইজুল ইসলাম। বাম-হাতি এই স্পিনার কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে। ভারতের কর্ণাটকে ড. (ক্যাপ্টেন) কে. থিম্মাপ্পিয়া মেমোরিয়াল টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তাইজুল। মিনি রঞ্জি ট্রফি খ্যাত এই টুর্নামেন্ট খেলে শনিবার রাতে সোজা যোগ দিয়েছেন দলের সঙ্গে। দলের সবচেয়ে বড় তারকা সাকিব নেই এই সিরিজে। নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও মোহাম্মদ সাইফউদ্দিন ছিটকে গেছেন ইনজুরির কারণে। সেক্ষেত্রে কী শ্রীলঙ্কা থেকে পিছিয়ে থাকবে বাংলাদেশ দল? এমন প্রশ্নের জবাবে তাইজুল বলেন, আসলে আমাদের দল ভালো অবস্থানেই রয়েছে। শ্রীলঙ্কার থেকে আমাদের দল খারাপ সেটা বলতে পারবেন না। এখানে যারা ভালো খেলবে তারাই এগিয়ে যাবে। আগামীকাল প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে মাঠে নামবে তামিম ইকবাল নেতৃত্বাধীন বাংলাদেশ।
বাংলাদেশ দলের বর্তমান আবহ সম্পর্কে জানতে চাইলে ২৭ বছর বয়সী তাইজুল বলেন, দলের সবাই একটিভ। সবাই সবাইকে সাহায্য করছে। সবার মধ্যে জয়ের আগ্রহটাই আছে। সাকিবের জায়গায় সুযোগ পেলেও, সাকিবের অভাব অপূরণীয়। এমটাই মনে করেন তাইজুল। তিনি বলেন, আসলে এই কথাটায় আমি একমত নই। সাকিব ভাইয়ের পরিবর্তে আমি আসি না। আপনি ওইভাবে দেখলে বুঝবেন। সাকিব ভাই দুই জায়গায় (ব্যাটিং-বোলিং)..। উনি বিশ্বসেরা র‌্যাংকিংয়ে রয়েছেন। আমি চেষ্টা করবো, যদি ম্যাচ খেলি আল্লাহর রহমতে উনার জায়গায় ভালো কিছু করার। কলম্বোর এই স্টেডিয়ামে আগামী ২৬ জুলাই শুরু হচ্ছে প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুই ম্যাচ ২৮ ও ৩১ জুলাই বসবে একই মাঠে। প্রতিটি ম্যাচই হবে দিবা-রাত্রির।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট