২২ জুলাই, ২০১৯ | ১:১৫ পূর্বাহ্ণ
মাদারবাড়ী শোভনীয়া ক্লাব আয়োজিত কে এম এজেন্সীর পৃষ্ঠপোষকতায় মেয়র আ জ ম নাছির উদ্দীন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গতকাল দুটি প্লে-অফ ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় নির্বাণ ১-০ গোলে বনাম বংশাল পাড়া তরুণ সংঘকে পরাজিত করে। ম্যাচ সেরা প্রে চং এর হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কাউন্সিলর কাজী মো. জসিম উদ্দীন। দ্বিতীয় খেলায় বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা ২-১ গোলে চকবাজার স্পোর্টিং ক্লাবকে হারায়। ম্যাচ সেরা কবিরের হাতে পুরস্কার তুলে দেন মাশরিফা ফুড প্রোডাক্টস’র সেলস ম্যানেজার কাজী মোহাম্মদ মাহিয়ান। বিজ্ঞপ্তি
The Post Viewed By: 239 People