চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

আফগানদের কাছে আবারো হারল সাব্বির মিথুনরা

স্পোর্টস ডেস্ক

২২ জুলাই, ২০১৯ | ১:১৫ পূর্বাহ্ণ

আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে যেনো কোনোভাবেই পেরে উঠছে না বাংলাদেশ ‘এ’ দল। অনানুষ্ঠানিক টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজেও প্রথম দুই ম্যাচে হেরে গিয়েছে মোহাম্মদ মিথুনের নেতৃত্বাধীন দল। যার ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে গেল সফরকারীরা। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচে ১০ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছিল আফগানরা। তবে দ্বিতীয় ম্যাচটি এতো সহজ হয়নি। উল্টো ম্যাচের লম্বা একটা সময় জয়ের পথে ছিল বাংলাদেশই। কিন্তু শেষদিকে ডেথ ওভারের বোলিং ব্যর্থতায় ৪ উইকেটের পরাজয়ই সঙ্গী হয়েছে সাব্বির-মিথুনদের। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭৮ রান করেছিল বাংলাদেশ। যা ৬ উইকেট হারিয়ে ৫ বল বাকি থাকতেই করে ফেলেছে আফগানিস্তান। ২৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা খুব একটা ভালো করতে পারেনি সফরকারীরা। আগের ম্যাচে ২০২ রানের অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটি গড়া দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান, এ ম্যাচে বিচ্ছিন হন মাত্র ২৮ রানেই। ১৯ বলে ২১ রান করা গুরবাজকে সাজঘরে পাঠান শফিউল ইসলাম। কিন্তু একপ্রান্ত আগলে খেলতে থাকেন ইব্রাহিম। তাকে সঙ্গ দেয়ার মতো থাকেননি কেউই। উসমান গনি ২৬, অধিনায়ক নাসির জামাল ১১, দারউইশ রাসুলি ৭ ও করিম জানাত ২৪ রান করে আউট হয়ে গেলে ৪৩ ওভার শেষে আফগানদের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৯৭ রান। অন্যপ্রান্ত থেকে সহায়তা না পেলেও, বীরোচিত ব্যাটিংয়ে ততক্ষণে নিজের ইনিংসটিকে বড় করে ফেলেছিলেন ইব্রাহিম। সাত নম্বরে নামা শরাফুদ্দিন আশরাফকে নিয়ে মাত্র ১৯ বলে ৪৭ রানের জুটি গড়েন ইব্রাহিম। নিজের সেঞ্চুরি পূরণ করে তিনি সাজঘরে ফেরেন ৪৭তম ওভারের প্রথম বলে। তার বিদায়ের পরেও শেষের ৪ উইকেটে ২৩ বলে ৩৫ রান করতে হতো আফগানিস্তানকে। কিন্তু এ ম্যাচটিও রাখতে পারেননি বাংলাদেশের বোলাররা। শরাফুদ্দিন ১৭ বলে ৩৬ ও ফজল নিয়াজাই ৮ বলে ১৭ রান করে ৫ বল আগেই জয়ের বন্দরে পৌঁছে দেন দলকে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট