৩ মে, ২০১৯ | ১:৩৬ পূর্বাহ্ণ
নিজের একটি শখের কারণে বারবারই খবর হন রোনালদো, নতুন মডেলের দামি গাড়ি কিনে। দুরন্ত গতিতে ছুটতে সক্ষম সর্বাধুনিক মডেলের গাড়ি কেনার বাতিক আছে এই ফুটবল সুপারস্টারের। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের সংবাদ অনুযায়ী সম্প্রতি ফ্রান্সে তৈরি ‘দ্য বুগাত্তি লা ভোয়াতুর নোয়ার’ মডেলের গাড়িটি কিনেছেন ৩৩ বছর বয়সী এই তারকা। বাংলাদেশি টাকায় ট্যাক্সসহ গাড়িটির মূল্য প্রায় ১৬০ কোটি টাকা। ‘দ্য বুগাত্তি লা ভোয়াতুর নোয়ার’ মডেলের গাড়িটিকে বলা হচ্ছে এখন পর্যন্ত তৈরি হওয়া বিশ্বের সবচেয়ে দামি গাড়ি। গাড়িটি প্রথম প্রদর্শিত হয়েছিল জেনেভা মোটর শো ২০১৯-এ।-ইন্টারনেট
The Post Viewed By: 350 People