চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আশার প্রদীপ নিভু নিভু

স্পোর্টস ডেস্ক

২৯ নভেম্বর, ২০২১ | ৫:০৪ অপরাহ্ণ

বাংলাদেশের দেওয়া ২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন পাকিস্তানি দুই ওপেনার আবিদ আলী ও আবদুল্লাহ শফিক। তবে উইকেট নেয়ার কয়েকবার সুযোগ আসলেও সেটা কাজে লাগাতে পারেনি। দিনশেষে ৩৩ ওভারে ১০৯ রানে দিন শেষ করল পাকিস্তান। জয়ের জন্য পাকিস্তানের আর দরকার ৯৩ রান। অর্ধেকর বেশি কাজ সেরে ফেলেছেন আবিদ আলি ও আব্দুল্লাহ শফিক। দুই ব‍্যাটসম‍্যানই অপরাজিত পঞ্চাশ ছুঁয়ে। পঞ্চম দিনে অভাবনীয় কিছু ছাড়া বাংলাদেশের জয় প্রায় অসাধ‍্য।

বড় হারের শঙ্কায় বাংলাদেশ দল। তবে ওই যে, যারা বিশ্বাস করেন, ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা- সে সমর্থকরা হয়তো অপেক্ষায় থাকবে, অলৌকিক কিছু করে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জয়ের স্বাদ এনে দেবেন তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজরা।

আগামীকাল মঙ্গলবার ম্যাচের পঞ্চম ও শেষদিনে আবিদ আলি ৫৬ এবং শফিক ৫৩ রান নিয়ে আবার ব্যাটিংয়ে নামবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট