চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দুই ম্যাচ জিতলেও বিশ্বকাপ থেকে বাদ পড়তে পারে বাংলাদেশ

পূর্বকোণ ডেস্ক

১৮ অক্টোবর, ২০২১ | ১০:৪২ অপরাহ্ণ

স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হারার পর সমীকরণে নতুন এক জটিলতা শুরু হয়েছে। যে সমীকরণে দুই ম্যাচ জিতলেও বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে না। প্রথম ম্যাচে অন্যদিকে ওমান বড় ব্যবধানে জিতে সে পালে হাওয়া দিয়েছে বেশ।দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ যদি ওমানের সাথে জিতে যায় এবং স্কটল্যান্ড পাপুয়া নিউ গিনির সাথে জয়লাভ করে তাহলে বাংলাদেশ ও ওমান জিতবে একটি করে ম্যাচ। অপরদিকে স্কটল্যান্ড জিতবে দুইটি ম্যাচ। শেষ ম্যাচে যদি ওমান হারিয়ে দেয় স্কটল্যান্ডকে সেক্ষেত্রে ওমান জিতে যাবে দুইটি ম্যাচ।

অন্যদিকে পাপুয়া নিউ গিনির সাথে বাংলাদেশ জিতলেও রানরেটে পিছিয়ে থাকতে পারে ওমানের বিপক্ষে। কেননা প্রথম ম্যাচে পাপুয়া নিউ গিনির বিপক্ষে বড় ব্যবধানে জিতেছে ওমান। দশ উইকেটে ওমান জিতেছে সাত ওভার হাতে রেখে। বাংলাদেশকে সেক্ষেত্রে তার থেকেও বেশি রান রেটে পাপুয়া নিউ গিনিকে হারাতে হবে তবেই বাংলাদেশ যেতে পারবে পরবর্তী রাউন্ডে। আর যদি ওমান স্কটল্যান্ডকে না হারায় সেক্ষেত্রে বাংলাদেশ দুই ম্যাচ জিতেলেই চলে যাবে মূলপর্বে।

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট