চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাংলাদেশকে ১৪১ রানের টার্গেট দিল স্কটল্যান্ড

অনলাইন ডেস্ক

১৭ অক্টোবর, ২০২১ | ১০:১৭ অপরাহ্ণ

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচে বাংলাদেশকে ১৪১ রানের টার্গেট দিয়েছে স্কটল্যান্ড। ওমানের রাজধানী মাসকটের আল আমিরাত স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪০ রান সংগ্রহ করেছে স্কটিশরা।

বাংলাদেশের বোলিং তোপে ৫৬ রানে ৬ উইকেট হারালেও ঘুরে দাঁড়িয়েছে স্কটল্যান্ড। সপ্তম উইকেটে জুটি গড়েন ক্রিস গ্রিভস ও মার্ক ওয়াট। গ্রিভস ২৮ বলে ৪৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ওয়াট করেন ১৭ বলে ২২ রান। ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান এসেছে ওপেনার জর্জ মানসির ব্যাট থেকে।

বাংলাদেশের পক্ষে স্পিনার মেহেদি হাসান ৪ ওভারে ১৯ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান নিয়েছেন ২টি করে উইকেট। ফলে ৮৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিবের উইকেট সংখ্যা দাঁড়াল ১০৮-এ।

৮৪ ম্যাচে ১০৭ উইকেট নিয়ে এতোদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন মালিঙ্কা। আজ তাকে টপকে গেলেন ৮৯ ম্যাচ খেলা সাকিব। দুই উইকেট নেওয়ার পাশাপাশি সাকিব ৪ ওভারে দিয়েছেন মাত্র ১৭ রান।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট