চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বিশ^কাপে জার্সিতে পরিবর্তন আসছে বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

১ মে, ২০১৯ | ১:০৭ পূর্বাহ্ণ

 

গত সোমবার বাংলাদেশের বিশ্বকাপ জার্সি উন্মোচন করা হয়। সেখানে এওয়ে জার্সি নিয়ে খুব একটা আপত্তি না থাকলেও হোম জার্সি দেখে চোখ কপালে ওঠে সবার।
বাংলাদেশ দলকে লাল-সবুজের প্রতিনিধি বলা হলেও বাংলাদেশের হোম জার্সিতে ছিল না লালের কোনো ছোঁয়া। তাইতো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সবখানেই শুরু হয় সমালোচনার ঝড়। এমনকি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও এই জার্সি দেখে কপাল কুচকান। শেষ পর্যন্ত বাংলাদেশের হোম জার্সিতে পরিবর্তন আসতে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন গতকাল বিকেলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, যে জার্সি উন্মোচন হয়েছে সেটায় পরিবর্তন আসছে। জার্সিতে সবুজ রঙের সাথে থাকবে লাল রঙও।’ এ সময় তিনি নতুন জার্সির ছবি মোবাইলে দেখান। তাতে দেখা যায় বুকে এবং হাতার শেষ অংশে ব্যবহার করা হয়েছে লাল রঙ। বোর্ড সভাপতি জানান, আইসিসির গাইডলাইন অনুযায়ী জার্সি তৈরি করেছে বিসিবি। শুরুতে জার্সিতে লাল রঙ থাকলেও আইসিসির আপত্তিতে তা সরিয়ে নেয় বিসিবি। কিন্তু জার্সি উন্মোচনের পর থেকেই চলতে থাকে সমালোচনা। বিশেষ করে সবুজ জার্সিতে লালের ছোঁয়া না থাকায় শুরু হয় বিতর্ক। প্রসঙ্গত, বিশ্বকাপে বাংলাদেশকে দেখা যাবে দুই রঙের জার্সিতে। সবুজটা পরেই বেশি খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষের জার্সির সঙ্গে রঙ মিলে গেলে দেখা যাবে লাল জার্সিতে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট