চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

কনফিডেন্স সিমেন্ট ক্রিকেটে রেলিগেশন পর্ব এড়িয়েছে কোয়ালিটি, জয় পেয়েছে ইয়ং স্টার

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

১ মে, ২০১৯ | ১:০০ পূর্বাহ্ণ

শেষ ম্যাচ জিতে কনফিডেন্স সিমেন্ট প্রথম বিভাগ ক্রিকেট লিগের রেলিগেশন পর্ব এড়িয়েছে কোয়ালিটি স্পোর্টস। “যে দল হারবে তারাই রেলিগেশন পর্বে খেলবে” এমনই সমীকরণের ম্যাচে ওপিএ’কে ১৮৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে কোয়ালিটি। এর ফলে ওপিএ’-কে ইতিমধ্যে রেলিগেশনের গ্যাড়াকলে পড়া স্টার ক্লাব, শতাব্দী গোষ্ঠী ও ইয়ং স্টার ব্লুজ দলের সঙ্গী হতে হয়েছে। তবে গতকাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত অপর এক ম্যাচে রেলিগেশনে পড়া ইয়ং স্টার ব্লুজ ৯০ রানে সিটি কর্পোরেশন গ্রীণকে হারিয়ে দিয়েছে। দুটি খেলায় টসে জিতে আগে ব্যাট করে কোয়ালিটি ৫০ ওভারে ৮ উইকেটে ২৭৮ রান করে। জবাবে ওপিএ ৩২.৩ ওভারে ৯৪ রানে অল-আউট হয়। অপর ম্যাচে ইয়ং স্টার ব্লুজ আগে ব্যাট করে ৪৯.২ ওভারে ২২১ রানে সবকটি উইকেট হারায়। জবাবে সিটি কর্পোরেশন গ্রীণ ৩১.৪ ওভারে ১৩১ রানে অল-আউট হয়। খেলায় কোয়ালিটির হয়ে সাজ্জাদ ৪৮, আসিফ ৪৭, বাবু ৪৬, জাহেদ অপ: ৪৪, শামীম ২৭, রাসেল ২১, রিয়াদ ১৪ রান করেন। ওপিএ-র সজীব ৪০ ও কৈলাশ ৫১ রানে ৩টি করে এবং জিসান ৩৬ রানে ২ উইকেট নেন। ওপিএ’র ইনিংসে সাদ্দাম অপ: ২৩, কৈলাশ ২০ ও আকাশ ১২ রান করেন। কোয়ালিটি’র জসিম ২০ রানে ৪টি, হোসেন ১৪ রানে ৩টি এবং বাবু ৮ রানে ১ উইকেট নেন। ইয়ং স্টার ব্লুজের ইনিংসে সর্বোচ্চ ৬১ রান করেন শাহীন, এছাড়া সাব্বির ৪১, আরিফ ১৮, আবির ১৬, হাসান ১৬, আমিরি ১৩, বাদশা ১৩ ও ফাহিম ১১ রান করেন। সিটি গ্রীণের শহীদুল ১০, মতিউর ১৬ ও মনসুর ২৪ রানে ২টি করে এবং ওমর ২১ ও নঈমউদ্দিন ৩২ রানে ১টি করেন উইকেট নেন। সিটি গ্রীণের হয়ে ইকরামুল ৩২, শহীদুল অপ: ২৪ ও হিমেল ১৯ রান করেন। ইয়ং স্টার ব্লুজের শাহীন ২৫ রানে ৩টি, ফাহিম ১৬ রানে ২টি, বাদশা ২৭ রানে ২টি এবং মিনহাজ ২৩ রানে ১ উইকেট নেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট