চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কাল সিজেকেএস জিপিএইচ ইস্পাত সাঁতার প্রতিযোগিতা শুরু

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

১ মে, ২০১৯ | ১:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং জিপিএইচ ইস্পাত এর পৃষ্টপোষকতায় সিজেকেএস জিপিএইচ ইস্পাত সাঁতার প্রতিযোগিতা কাল ২ মে থেকে শুরু হচ্ছে। সকাল ১০ টায় আউটার স্টেডিয়ামে নবনির্মিত সিজেকেএস সুইমিংপুলে প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন এবং বিকেল ৫টায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। এতে বিশেষ অতিথি থাকবেন স্পন্সর প্রতিষ্ঠান জিপিএইচ গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল।
উল্লেখ্য অনেক ত্যাগ তিতিক্ষা ও কাঠখড় পুড়িয়ে এবারে আউটার স্টেডিয়ামে চট্টগ্রামবাসি একটি সুইমিংপুল পায়। আদালতেও গড়ায় এ সুইমিংপুল নিয়ে মামলা। সবকিছুর অবসান ঘটিয়ে গেল বছরের নভেম্বরে জাতীয় ক্রীড়া পরিষদ চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থাকে এ সুইমিংপুল বুঝিয়ে দেয়। এরপর বিভিন্ন পদে লোক (কর্মকর্তা-কর্মচারি) নিয়োগ নিয়ে পত্রিকায় বিজ্ঞাপনও দেয়া হয়। কিন্তু কিছু জটিলতার কারণে ওটা ওখানেই বন্ধ হয়ে যায়। এরপর বেশ কয়েকটি মাস পার হয়। কিন্তু লোক নিয়োগের কোন অগ্রগতি নাই এবং সে অবস্থাতেই আজ শুরু হয়ে যাচ্ছে জেলা ক্রীড়া সংস্থার প্রতিযোগিতা। কেউ কেউ মনে করছেন হয়তো উদ্বোধনের ঘোষনাও আজ চলে আসতে পারে। এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন গতকাল বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সিজেকেএস নির্বাহী সদস্য ও সাঁতার কমিটির চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুলের সভাপতিত্বে বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন, সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দিন শামীম, স্পন্সর প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতের সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার জাহেদ আল আজবা ও সিজেকেএস কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর। এছাড়া শুরুতে লিখিত বক্তব্য পাঠ করেন, সিজেকেএস কাউন্সিলর ও সাঁতার কমিটির সম্পাদক মাহমুদুর রহমান মাহবুব। এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস নির্বাহী সদস্য ও সাঁতার কমিটির ভাইস চেয়ারম্যান আছলাম মোরশেদ, সিজেকেএস কাউন্সিলর ও সাঁতার কমিটির যুগ্ম সম্পাদক আকতারুজ্জামান, সিজেকেএস কাউন্সিলর শাহাদাত হোসেন, এনামুল হক ও লুৎফুল করিম সোহেল, রায়হান উদ্দিন রুবেল, সাঁতার কমিটির ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান সাগর, সদস্য আসাদুজ্জামান খান প্রমূখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট