চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

টাইব্রেকারে ব্রাজিল মেক্সিকোর সেমিফাইনাল

ক্রীড়া প্রতিবেদক

৩ আগস্ট, ২০২১ | ৪:৪২ অপরাহ্ণ

ব্রাজিল ও মেক্সিকোর মধ্যকার টোকিও অলিম্পিকের সেমিফাইনাল ম্যাচটি নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে গোলশূন্য থাকায় টাইব্রেকারে গড়িয়েছে। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে জাপানের কাশিমা স্টেডিয়ামে। ভেন্যুটির দর্শক ধারণক্ষমতা ৪১ হাজার, কিন্তু করোনা মহামরির কারণে দর্শকশুন্য ভেন্যুতেই ৩ আগস্ট বাংলাদেশ সময় দুপুরে স্বর্ণপদক জন্য নামার লড়াইয়ে নামার যোগ্যতা অর্জনের ম্যাচে অবতীর্ন হয়। আজ বিকাল ৫টায় অন্য সেমিতে স্বাগতিক জাপান খেলবে স্পেনের বিরুদ্ধে।

ফাইনালে ওঠার লড়াইয়ে মেক্সিকো ব্রাজিলের সামনে শক্তিশালী প্রতিপক্ষই বটে। কারণ, অলিম্পিক ফুটবলে বরাবরই মেক্সিকো কঠিন একটি দল। তার প্রমাণও মিলেছে চলমান ম্যাচটিতে কাশিমা স্টেডিয়ামে। প্রথমার্ধে তো গোল হয়ইনি, বরং দ্বিতীয়ার্ধেও ব্রাজিল-মেক্সিকো কেউ কারো জালে বল প্রবেশ করাতে পারেনি। তবে বারকয়েক সুযোগ পেয়েছিল ব্রাজিল। বিশেষ করে নির্ধারিত সময়ের ৮৪ মিনিটে। সে সময়ে ব্রাজিলের একটি প্রচেষ্টা গোলবারে লেগে খেলায় ফিরে আসে। ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটে অমিমাংসিত থাকার ফলে ম্যাচ এখন গড়াচ্ছে টাইব্রেকারে। পেনাল্টি শ্যুাট-আউটেই নির্ধারিত হবে টোকিও অলিম্পিকের এক ফাইনালিস্ট। ৭ আগস্ট অনুষ্ঠিত হবে ফাইনাল।

বিস্তারিত আসছে…

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট