চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

পুরুষদের ৪০০ মিটার হার্ডলসে নরওয়ের কার্স্টেন ওয়ারহলমের বিশ্ব রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক

৩ আগস্ট, ২০২১ | ১২:১৩ অপরাহ্ণ

৪৫.৯৪ সময় নিয়ে পুরুষদের ৪০০ মিটার হার্ডলসে বিশ্বরকের্ড গড়েছেন নরওয়ের কার্স্টেন ওয়ারহলম। ইভেন্টে ৪৬.১৭ সেকেন্ড সময় নিয়ে যুক্তরাষ্ট্রের রাই বেঞ্জামিন রৌপ্য ও ব্রাজিলের অ্যালিসন ডস সান্তোস ব্রোঞ্জ জিতেছেন ৪৬.৭২ সেকেন্ড সময় নিয়ে। আগের বিশ্বরেকর্ডটি ছিল ৪৬.৭০ সেকেন্ডের, গর্বিত মালিক ছিলেন ৩ আগস্ট সকালে মাত্র ১ সেকেন্ডের কিছু সময়ে ভেঙ্গে দেয়া কার্স্টেন ওয়ারহলমই।

গতমাসেই ওসলোতে ডায়মন্ড লিগের সম্মেলনে দীর্ঘদিনের ৪০০ মিটার হার্ডলসে বিশ্ব রেকর্ডকে ভেঙে দিয়ে নতুন করে টাইমিং লিখেছিলেন। বিস্ময়ের ব্যাপার হলো সেই রেকর্ড টিকলো না একমাসও। ভাঙ্গলেন সেই কার্স্টেন ওয়ারহলমই। প্রসঙ্গত. ওয়ারহলম, বিশ্ব এবং ইউরোপীয় চ্যাম্পিয়ন, ১৯৯৯ সালে আমেরিকান কেভিন ইয়ং এর গড়া ৪৬.৭৮ সেকেন্ডের আগের রেকর্ডটি ভাঙ্গতে ডায়মন্ড লিগে হার্ডল অতিক্রম করেছিলেন ৪৬.৭০ সেকেন্ডে। আর ঠিক এক মাসের মাথায় আজ (৩ আগস্ট) সকালে টোকিওতে হার্ডল অতিক্রম করলেন তারও কম সময়ে ৪৫.৯৪ সময়ে, সুবাদে আবারও বিশ্বরেকর্ডের মালিক হলেন কার্স্টেন ওয়ারহলম। নিজের রেকর্ড ভেঙ্গে ওয়ারহলম নিজেই যেন বিস্মিত। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, এটি ছিল একটি অনন্য মুহুর্ত, সবাই এই বিশ্ব রেকর্ড সম্পর্কে কথা বলবে। আমি জানতাম পারবো, সেই আত্ববিশ্বাস ছিল। তবে শেষ পর্যন্ত এটি আসলেই খুব বিশেষ, আমি সত্যিই খুশি এবং সত্যিই গর্বিত, এটি একটি আশ্চর্যজনক মুহূর্ত।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট