চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া টিম

স্পোর্টস ডেস্ক

২৯ জুলাই, ২০২১ | ৬:২৫ অপরাহ্ণ

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে রাজধানী ঢাকায় এসে পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেল ৪টা ১১ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেছেন তারা।

শেষ মুহূর্তে ইনজুরির কারণে অস্ট্রেলিয়া ক্রিকেট অধিনায়ক অ্যারোন ফিঞ্চসহ আট শীর্ষ তারকা ছাড়াই বাংলাদেশে খেলতে এসেছে এ দল।

উল্লেখ্য, ২০১৭ সালের সেপ্টেম্বরে দুই ম্যাচের টেস্ট সিরিজ (১-১ ড্র) খেলে যাওয়ার পর আর অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে আসেনি। প্রায় চার বছর (তিন বছর ১০ মাস) পর আবার বাংলাদেশের মাটিতে পা রাখলো অস্ট্রেলিয়ানরা। এবার অবশ্য শুধু ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে অসিরা।

ঢাকা পৌঁছে প্রথম তিনদিন করোনা প্রটোকল মেনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে কোয়ারেন্টাইনে থাকবে তারা। ১ আগস্ট প্রথমবার হোটেল থেকে বের হয়ে শেরে বাংলায় প্র্যাকটিসে যাবে টিম অস্ট্রেলিয়া। ৩ আগস্ট থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

৩ আগস্টের পর ৪ আগস্টই দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। ৫ আগস্ট বিরতি। এরপর ৬ ও ৭ আগস্ট টানা দুদিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ৮ আগস্ট বিরতি দিয়ে ৯ আগস্ট অনুষ্ঠিত হবে শেষ ম্যাচ।

এদিকে বিসিবির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের অবতরণ করার মুহূর্ত কাভার করতে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ভিড় জমিয়েছিলেন মিডিয়া কর্মীরা; কিন্তু তারা কোন কিছু টের পাওয়ার আগেই বিমান বন্দরের ৮ নম্বর গেট দিয়ে বেরিয়ে যান অস্টেলিয়ান ক্রিকেটারদের বহন করা টিম বাস।

৪টা ১১ মিনিটে হযরত শাহজালাল বিমান বন্দরের রানওয়ে স্পর্শ করার অল্প কয়েক মিনিটের মধ্যেই ইমিগ্রেশন পার হয়ে যান অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট