চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

এক পয়েন্টের আক্ষেপ নিয়ে অলিম্পিক থেকে সানার বিদায়

স্পোর্টস ডেস্ক

২৭ জুলাই, ২০২১ | ১২:৫৫ অপরাহ্ণ

প্রিকোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ের শুরুটা দারুণ হলেও শেষ সেটটা হাড্ডাহাড্ডি লড়াই করার পর হেরে যান রোমান সানা। প্রিকোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ের প্রথম সেটে ৯, ৯, ৮ স্কোর করে ২৬-২৫ ব্যবধানে জিতে ২ পয়েন্ট নিয়ে নেন। এমন সূচনার পর দ্বিতীয় ও তৃতীয় সেট হেরে যান রোমান সানা।

তবে ৪-২ সেট পয়েন্টে পিছিয়ে পড়েও দারুণভাবে প্রত্যাবর্তন করেছিলেন চতুর্থ সেট জিতে (২৭-২৬)। শেষ সেটটায় যখন তীর ছুড়তে শুরু করেন রোমান সানা তখন দুই জনের পয়েন্ট চার করে। জিতলেই শেষ ষোল- এমন এক পরিস্থিতির সেটটি রোমান হেরে গেলেন ২৬-২৫ ব্যবধানে।

শেষ প্রি কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে রোমান ১৫টি তীর ছুড়ে মাত্র একবার ১০ স্কোর করতে পেরেছেন। অথচ আগের রাউন্ডে ৬টি দশ স্কোর করেছিলে রোমান। শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে তার প্রতিপক্ষ কানাডার ক্রিসপিন ১০ স্কোর করেছেন ৫ বার।

অলিম্পিকের মতো আসরে একটি রাউন্ড যেতা মানেই বিশাল কিছু। সেক্ষেত্রে রোমান সানাকে ঘিরে যে প্রত্যাশা ছিল, তা তিনি পূরণ করেছেন প্রথম রাউন্ড জিতে। কিন্তু প্রি কোয়ার্টারে উঠতে পারলে সেটা যেমন রোমান সানার ক্যারিয়ারেই একটা মাইলফলক হতো তেমনি বাংলাদেশের নামটাও তুলে নিতে পারতেন আরও ওপরে।

রোমান সানার এই বিদায়ে বেদনা থাকলেও গর্বও কম নেই। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ‘ অলিম্পিকে বাংলাদেশের একজন আরচার কোয়ালিফাই করে অংশ নিয়েছেন এবং প্রথম রাউন্ডে ব্রিটেনের আরচারকে হারিয়ে পরের রাউন্ডে উঠেছেন।

রোমান হয়তো এই অলিম্পিকে এখানেই থামলেন। কিন্তু লাল-সবুজ জার্সিতে তিনি আরও পথ চলবেন সেটা তার প্রতিভাই জানান দিচ্ছে।

রোমানের বিদায়ের পর এখন সবার চোখ দিয়া সিদ্দিকীর দিকে। বৃহস্পতিবার তিনি এলিমিনেশন রাউন্ডে খেলবেন বেলারুশের প্রতিপক্ষের সঙ্গে।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট