চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ব্রিসবেনে ২০৩২ অলিম্পিক

স্পোর্টস ডেস্ক

২২ জুলাই, ২০২১ | ৩:২৮ অপরাহ্ণ

২০৩২ অলিম্পিকের স্বাগতিক হিসেবে ঘোষণা করা হয়েছে অস্ট্রেলিয়ান শহর ব্রিসবেনের নাম। টোকিওতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভায় ৭১/৫ ভোটে জিতে ২০৩২ অলিম্পিকের স্বাগতিক হয়েছে শহরটি।

অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন  নিজের কার্যালয় থেকে ভিডিও কলে আইওসির সভায় অংশ নেন ।

আইওসি প্রধান টমাস বাখ স্বাগতিক হিসেবে ব্রিসবেনের নাম উচ্চারণ করতেই আতশবাজির আলোয় আলোকিত হয়ে শহরটি। ব্রিসবেনের শতাধিক নাগরিক ভিডিও কলে সংযুক্ত ছিলেন অনুষ্ঠানটিতে।

সভায় আরও উপস্থিত ছিলেন কুইন্সল্যান্ডের রাজ্য প্রধান আনা পালাসযুক, ব্রিসবেনের মেয়র আদ্রিয়ান শ্রাইননার ও অস্ট্রেলিয়ান ক্রীড়ামন্ত্রী রিচার্ড কলবেক। প্রসঙ্গত. ১৯৫৬ অলিম্পিক মেলবোর্নে ও ২০০০ সালে অলিম্পিকের স্বাগতিক হয়েছিল অস্ট্রেলিয়ান শহর সিডনি। ২০২৪ অলিম্পিক হবে ফ্রান্সের শহর প্যারিসে, ২০২৮ অলিম্পিকের স্বাগতিক যুক্তরাষ্ট্রের শহর লস অ্যাঞ্জেলস।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট