চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

ফটোগ্রাফিতেও সেরা রোনালদো

২০ জুন, ২০২১ | ১১:০৮ পূর্বাহ্ণ

বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল হাঙ্গেরির বিপক্ষে ৩-০ গোলের জয়ে এবারের ইউরো কাপের যাত্রা শুরু করেছে। পরের ম্যাচে আবার জার্মানির কাছে ৪-২ গোলে হেরেছে তারা। দুই ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স করেছেন দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
প্রথম ম্যাচে করেছেন জোড়া গোল আর দ্বিতীয়টিতে এক গোলের সঙ্গে করেছেন একটি এসিস্ট। দুই ম্যাচে তিন গোল আর এক এসিস্টে এখনও পর্যন্ত চলতি ইউরোর অন্যতম সেরা পারফরমার রোনালদো। শুধু মাঠের খেলাই নয়, মাঠের বাইরেও নিজের অন্যরকম এক যোগ্যতার পরিচয় দিলেন তিনি।
জার্মানির বিপক্ষে ম্যাচের আগে পর্তুগালের আনুষ্ঠানিক ফটো সেশনে রীতিমতো পেশাদার ফটোগ্রাফারই হয়ে গেলেন রোনালদো। সারা বিশ্বের শীর্ষ ফটোগ্রাফাররা যেখানে তার সেরা সব মুহূর্তের ছবি তুলতে আপ্রাণ চেষ্টা করেন, সেখানে এবার নিজেই ক্যামেরা হাতে তুলে নিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ইউরো কাপের অফিসিয়াল হ্যান্ডলারে প্রকাশ করা হয়েছে এমনই এক ভিডিও। যেখানে দেখা যাচ্ছে সতীর্থ খেলোয়াড় পেপের ছবি তুলে দিচ্ছেন রোনালদো। শুধু তাই নয়, দায়িত্বে থাকা ফটোগ্রাফারের চেয়েও ভালো ছবি তুলে দিয়েছেন বলে দাবি তার।
ইউরোর দায়িত্বপ্রাপ্ত ফটোগ্রাফার যখন পেপের ছবি তুলছিলেন, তখন পেছনে অলস দাঁড়িয়ে ছিলেন রোনালদো। একঘেয়ে সময়টুকু কাটাতে সামনে এগিয়ে যান তিনি এবং ফটোগ্রাফারকে বলেন, ‘আমাকে ছবি তুলতে দাও’। এটি বলে ক্যামেরা হাতে নিয়ে নেন তিনি এবং পেপের ছবি তোলার পর সেই ফটোগ্রাফারকে দেখিয়ে বলেন, ‘তোমার চেয়ে ভালো তুলেছি।’

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট