চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

টেকনাফে ‘রোহিঙ্গা ডাকাতে’র গুলিতে স্থানীয় যুবক নিহত, গুলিবিদ্ধ ২

নিজস্ব প্রতিবেদক

২২ এপ্রিল, ২০২১ | ১১:৩৫ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে গুলিতে মোহাম্মদ হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, রোহিঙ্গা ক্যাম্পের ডাকাত দলের গুলিতে মারা গেছেন ওই যুবক।

নিহত হোসেন টেকনাফের জাদিমুরা এলাকার বাচা মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টায় এই ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়েছেন আরও দুইজন। তারা হলেন দমদমিয়া এলাকার মো. আয়াজ ও রশিদ উল্লাহ। এর মধ্যে আয়াজের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘রোহিঙ্গা ডাকাতের গুলিতে ৩ ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে সেটি জানা যায়নি। এ বিষয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

রোহিঙ্গারা জানায়, ‘রোহিঙ্গা জকির ডাকাত দলের সদস্য মো. হাসিম ও নুরুর নেতৃত্বে একটি অস্ত্রধারী দল জাদিমুরা ক্যাম্পের সি-ব্লকে আয়াজকে অপহরণের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে, তাদের লক্ষ্যে করে ডাকাতবাহিনী গুলিবর্ষণ করে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট