চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সাইফউদ্দিনেই আস্থা বাংলাদেশের

আজও খেলা নিশ্চিত নয়

স্পোর্টস ডেস্ক

২৪ জুন, ২০১৯ | ১:২৪ পূর্বাহ্ণ

আজ আফগানদের বিরুদ্ধে টাইগারদের লড়াই। পেসার রুবেল হোসেন আগের ম্যাচে খরুচে বোলিং করায় সাউদাম্পটনে পৌছেই লম্বা মিটিং করেছে বাংলাদেশ থিংক ট্যাংক। তবে সাইফউদ্দিনের বিষয়ে তারা কোন সিদ্ধান্তে পৌছাতে পারেননি। সিদ্ধান্তে না আসার পেছনে ভূমিকা রাখছে সাইফউদ্দিনের ইনজুরি নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা। তরুণ এই অলরাউন্ডার সত্যিকার অর্থেই পিঠের চোটে ভুগছেন কিনা, এই ধোঁয়াশা কিছুটা পরিষ্কার হলেও ফিজিও থিহান চন্দ্রমোহনের কাছ থেকে এখন পর্যন্ত রিপোর্ট পাওয়া যায়নি। সাইফউদ্দিনের চোট নিয়ে মিনহাজুল আবেদীন বলেছেন, ‘ফিজিওর টেবিলে আমি সাইফউদ্দিনকে শুয়ে থাকতে দেখেছি। সে ফিজিওর সঙ্গে কাজ করছে। আমরা ফিজিও রিপোর্টের জন্য অপেক্ষা করছি।’ ‘তার চোট ততোটা গুরুতর নয়। লম্বা সময় ধরে খেলার অভ্যস্ততা না থাকায় এমন হতে পারে। তাকে দলের সঙ্গে না পেলে আমরা তাসকিন আহমেদ ও ফরহাদ রেজার মধ্য থেকে কাউকে বেছে নেব।’ বলেন প্রধান নির্বাচক। গতকাল আবার বিভিন্ন মিডিয়ায় ফরহাদ রেজার দলে সুযোগ পাওয়ার ব্যাপারটি উঠে আসে। কিন্তু রাতে এই প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত চূড়ান্ত হয়নি কিছুই। যদিও দলের বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, সাইফউদ্দিনেই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। তাঁর জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করা হবে। এ ছাড়া বিশ্বকাপে এখন পর্যন্ত ডেথ ওভারগুলোয় ভালো করায় সাইফউদ্দিনের বিকল্প হিসেবে অন্য কাউকে ভাবতে চান না অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সাইফউদ্দিনের চোট পিঠে নাকি কাঁধে, সেটা নিয়ে পরিষ্কার বক্তব্য পাওয়া যায়নি বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। বরং ব্যাপারটি আরো রহস্যজনক করে তুলেছেন বিসিবির ক্রিকেট অপারেশেন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেছিলেন, এই মুহূর্তে সাইফউদ্দিনের ব্যাপারে বড় কোনো ইনজুরির ইস্যু নেই। পরদিনই আকরাম খান জানান, কাঁধের চোটের কারণে পরের ম্যাচে নাও থাকতে পারেন সাইফউদ্দিন।
অথচ কাঁধের চোট নয়, পিঠের ব্যথার কথা বলে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেননি বাংলাদেশের এই অলরাউন্ডার। মূলত এই পিঠের ব্যথা নিয়েই যত আলোচনা। ত্রিদেশীয় সিরিজে পিঠে চোট পাওয়ার পরও মাঠে কোনো চিকিৎসা নিতে দেখা যায়নি সাইফউদ্দিনকে। এমনকি কাউকেই চোটের কথা জানাননি তিনি। এই রহস্যের জটলা হয়তো খুলে যাবে। তবে এসব নিয়ে না ভেবে টুর্নামেন্টের শেষটা কীভাবে ভালো করা যায়, সেদিকে নজর দিতে চায় বাংলাদেশ। যদিও টিম ম্যানেজমেন্ট সূত্র জানিয়েছে, বানানো চোটের যে অভিযোগ সাইফউদ্দিনের বিরুদ্ধে উঠেছে, সেটা থেকে মুক্ত হতে অনেক বেগ পোহাতে হবে বাংলাদেশ অলরাউন্ডারকে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট