চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আফগানিস্তানকে হারানোর পর সেমির কথা ভাবতে চাই : নান্নু

স্পোর্টস ডেস্ক

২৪ জুন, ২০১৯ | ১:২৪ পূর্বাহ্ণ

রাউন্ড রবিন লিগের কারণে এবার নকআউট পর্বের শুরুই সেমিফাইনাল থেকে। বাংলাদেশসহ অংশগ্রহণকারী সব দলেরই চোখ তাই সেমিফাইনালে। তবে নিজেদের সর্বশেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারার পর একটু কঠিন হয়ে গেছে টাইগারদের সেমির সমীকরণ। কঠিন হলেও অসম্ভব নয় মোটেও। তবে শেষ চারে জায়গা পেতে হলে সামনের তিনটি ম্যাচের অন্তত দুটি ম্যাচে জয় তুলে নিয়ে তাকাতে হবে পয়েন্ট টেবিলের হিসেবনিকেশে। অথবা তিনটি ম্যাচই জিততে পারলে অনেকটা সহজ হয়ে যাবে সেমিফাইনাল। বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন- সেমিফাইনাল নিয়ে এখন না ভেবে আগে আফগানিস্তান-বধ চায় বাংলাদেশ। তিনি বলেন, ‘সামনের তিনটা ম্যাচ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তিনটা ম্যাচ নিয়ে না ভেবে আমরা এখন পরবর্তী ম্যাচটি নিয়েই চিন্তা করছি। এখান থেকেই সেমিফাইনালের কথা চিন্তা করলে- ব্যাপারটা কঠিন। কারণ প্রত্যেক ম্যাচই গুরুত্বপূর্ণ। পরের ম্যাচটা আমরা যদি পার হয়ে যেতে পারি তারপর সেমিফাইনালের কথা চিন্তা করব।’ আজ সাউদাম্পটনে নিজেদের সপ্তম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। খর্বশক্তির আফগানিস্তানকে নান্নু অবশ্য হালকাভাবে নিতে নারাজ। তবে নিজ দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট বলে প্রত্যাশা জয়ের। তিনি বলেন, ‘সব দলকেই সতর্কতার সঙ্গে নিতে হবে। বিশ্বকাপে কাউকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। সেই হিসেবে প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। প্রতিটা ম্যাচেই আপনাকে শতভাগ দিতে হবে। সব বিভাগে সফলতা দরকার। প্রতিপক্ষ খেলোয়াড় হিসেবে যেই থাকুক না কেন, এখানে তো সবার বিপক্ষেই খেলতে হবে। আমাদের সবার ভালো প্রস্তুতি নেয়া আছে।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট