২৪ জুন, ২০১৯ | ১:২০ পূর্বাহ্ণ
সবাই ব্যাটিং দানব হিসেবে জানলেও বোলিংয়ে খুব একটা খারাপ নন ক্রিস গেইল। তার ব্যাটিংয়ের রেকর্ডভরা ক্যারিয়ারে এবান যোগ হয়েছে বোলার হিসেবে এক অনন্য রেকর্ড। কিউইদের বিপক্ষে সর্বোচ্চ উইকেট শিকারে কোর্টনি ওয়ালশকেও ছাড়িয়ে গেছেন তিনি। ম্যানচেস্টারে ব্যাটিংয়ে নেমে ৭ রানে ২ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। তৃতীয় উইকেটে রস টেলর ও কেন উইলিয়ামসন ১৬০ রানের দুর্দান্ত জুটি গড়ে উইন্ডিজকে হতাশ করেন। বিপদের মুখে অধিনায়ক জেসন হোল্ডার জুটি ভাঙতে ডাকেন গেইলকে। নিজের দ্বিতীয় ও দলীয় ৩৫তম ওভারের তৃতীয় বলে এনে দেন সাফল্য। অধিনায়ক হোল্ডারের ক্যাচ বানান রস টেলরকে। এরমধ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন গেইল। ৩০ ম্যাচে কিউইদের বিপক্ষে ২২ উইকেট তার। তালিকায় এতদিন শীর্ষে ছিলেন পেসার ওয়ালশ। বাংলাদেশ জাতীয় দলের বর্তমান বোলিং কোচ নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬ ম্যাচে ২১ উইকেট নিয়ে শীর্ষে ছিলেন।
এছাড়া ওয়েস্ট ইন্ডিজ বোলারদের মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে জোয়েল গার্নার ২০, মারভান ডিলন ১৬ এবং সুনিল নারিন ১৬ উইকেট করে নিয়েছেন।