চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

১৫ বছর পর সাউদাম্পটনে

২৪ জুন, ২০১৯ | ১:১৭ পূর্বাহ্ণ

সাউদাম্পটনের রোজ বোলে দ্বাদশ বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এই ম্যাচে মাশরাফি বাহিনীর প্রতিপক্ষ এশিয়ার নবীন ক্রিকেট শক্তি আফগানিস্তান। এই ম্যাচের মাধ্যমে ১৫ বছর পর সাউদাম্পটনে আবারো খেলতে নামছে টাইগাররা। এর আগে এই মাঠে মাত্র একবার খেলার সুযোগ হয়েছে বাংলাদেশের। ২০০৪ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ওই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৩৮ রানের বড় ব্যবধানে হারের লজ্জা পায় রাজিন সালেহর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। ক্রিস গেইলের ১৩২ বলে ৯৯ এবং ওয়াভেল হাইন্ডসের ৮২ রানের সুবাদে ৫০ ওভারে ৩ উইকেটে ২৬৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাটসম্যানদের ব্যর্থতায় বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ১৩১ রানে। সেই ১টি ওয়ানডে ছাড়া এই ভেন্যুতে কোনো টেস্ট বা টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি বাংলাদেশ। চলতি বিশ্বকাপে আজকের আসন্ন ম্যাচটি বাংলাদেশের জন্য ‘মাস্ট উইন’। ২ জয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে আছে বাংলাদেশ। শ্রীলঙ্কার কাছে ইংল্যান্ডের হারের পর বাংলাদেশের সেমির স্বপ্ন এখন আরও উজ্জ্বল। এই স্বপ্ন বাস্তবায়নে সর্বশেষ তিন ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই।-ইন্টারনেট

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট