চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ভারতের মন্থর ব্যাটিং নিয়ে টুইটারে ট্রল

২৪ জুন, ২০১৯ | ১:১৭ পূর্বাহ্ণ

পরশু আফগানিস্তানের সাথের ম্যাচে হারতে হারতে জয় পাওয়া ভারত দলের ব্যাটিং নিয়ে সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে। ৫০ ওভার খেলে আফগানিস্তানকে মাত্র ২২৫ রানের টার্গেট দেন ভারতের ব্যাটসম্যানরা। এমন ব্যাটিংয়ের পর ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন তো ঋষভ পান্থকে বাদ দিয়ে কেদার যাদবকে দলে নেওয়া নিয়েই প্রশ্ন তুলে দিলেন। সব ম্যাচে জ্বলে ওঠা রোহিত শর্মা রান পেলেন না। ব্যর্থ লোকেশ রাহুল, বিজয় শঙ্করও। শুধু মাঝে হাফ সেঞ্চুরি কর কিছুটা রান করে দিলেন দলের রান ম্যাশিন বিরাট কোহলি। তার পর দলের ব্যাটিংয়ের হাল ধরতে গিয়ে এমএস ধোনি ও কেদার যাদব যা করলেন তা নিয়েই বেশি সমালোচনা হচ্ছে। এই ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ৫২ বলে মাত্র ২৮ রান করে আউট হন ধোনি। ভারতের এই সাবেক অধিনায়কের ব্যাট থেকে আসে মাত্র তিনটি বাউন্ডারি। আর কেদার যাদব ৬৮ বলে ৫২ রান করে অপরাজিত থাকলেও দল পায়নি বড় পুজি। কেদার তিনটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মারেন। এই দু’জনেই প্রথম থেকে মন্থর ব্যাটিং করার কারণে খেলা চলাকালীন সময় থেকেই শুরু হয়ে যায় ভক্তদের সমালোচনা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট