চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

তোপের মুখে আইসিসি

২৩ জুন, ২০১৯ | ১:২৩ পূর্বাহ্ণ

বাংলাদেশের বিধ্বংসী ওপেনার অজিদের বিরুদ্ধে দলের সেরা বোলার হয়ে উঠেছিলেন। ম্যাচে ৩ উইকেট শিকার করেন সৌম্য। শুরুটা হয় অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চকে দিয়ে। ২১ নম্বর ওভারে অ্যারন ফিঞ্চ (৫১ বলে ৫৩) আউট হয়ে যান সৌম্য সরকারের বলে রুবেল হোসেনের তালুবন্দি হয়ে। উইকেট নেওয়ার পরই সৌম্য ঠিক ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল সেলিব্রেশন করার স্টাইলে সেলিব্রেট করেন। এই ঘটনার পর আইসিসি রোনালদোর সেলিব্রেশনের সঙ্গে সৌম্যর সেলিব্রেশনের কোলাজ ছবি পোস্ট করে ক্যাপশন দেয়, ‘জন্মের সময় কি দু’জন আলাদা হয়ে গিয়েছিলেন?’ নিখাদ আনন্দের জন্যই আইসিসি এমন পোস্ট করলেও তা একেবারেই ভালো চোখে দেখেনি রোনালদো ভক্তর। তারা বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাকে তুলোধনা করে ছাড়ে। তাদের মতে, রোনালদো মহাতারকা, তার সঙ্গে একজন ক্রিকেটারের তুলনা হতে পারে না। আবার বাংলাদেশের মেসিভক্তরাও রোনালদোর সঙ্গে সৌম্যর তুলনা করতে নারাজ।-ইন্টারনেট

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট