চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

কোপায় ইকুয়েডকে উড়িয়ে দিল চিলি

স্পোর্টস ডেস্ক

২২ জুন, ২০১৯ | ১২:০৬ অপরাহ্ণ

কোপায় অপ্রিতিদ্বন্ধী এক দলের নাম চিলি। এবারও জয়ের ধারা বজায় রেখেছে চিলি। শনিবার ইকুয়েডরকে ২-১ গোলে হারায় দুইবারের চ্যাম্পিয়নরা।

এই জয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠে গেল চিলি।

শনিবার (২২ জুন) কোপা আমেরিকার গ্রুপ ‘সি’ এর ম্যাচে ব্রাজিলের সালভাদরে ফোন্তে নোভা এরেনায় মুখোমুখি হয় দুদল। মাঠে নেমেই আধিপত্য বিস্তার করে চিলি। ফলে খেলার ৮ মিনিটের মাথায় গোল করে বসে চিলি। গোলটি করেন জস পেড্রো ফুয়েনজিলিডা।

২৬ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল পরিশোধ করে ইকুয়েডর। কিন্তু ৫১ মিনিটে একটি গোলে পরিবর্তন হয়ে যায় ম্যাচের পরিসংখ্যান। চিলির পক্ষে জয় সূচক গোলটি করেন এলক্সে সানচেজ। গ্যালারিতে তখন কড়তালিতে দর্শকরা অভিবাদন জানায় দল চিলিকে।

এর আগে এশিয়ান জায়ান্ট জাপানকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারায় চিলি। ফলে দুই জয়ে পয়েন্ট টেবিলের প্রথম স্থানে আছে কোপার বর্তমান চ্যাম্পিয়নরা। অপরদিকে দুই পরাজয়ে শূন্য পয়েন্ট নিয়ে তলানিতে ইকুয়েডর।

কোপা আমেরিকায় মাত্র একবারই চিলিকে হারায় ইকুয়েডর। আর ড্র হয় মাত্র একটি ম্যাচে। বাকি সব ম্যাচেই জয় পায় চিলি।

এই জয়ে এবারের কোপায় বেশ শক্তভাবে নিজেদের স্থান নিশ্চিত করেছেন চিলি।

 

পূর্বকোণ/পলাশ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট