চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সাইফুদ্দিন-মোসাদ্দেকের চোট আসলেই কতটা গুরুতর ছিল?

স্পোর্টস ডেস্ক

২২ জুন, ২০১৯ | ১:০৯ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়া ম্যাচের আগের দিন হুট করে জানা যায় পিঠের চোটে পড়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। কাঁধের ব্যথায় কাতরাচ্ছেন মোসাদ্দেক হোসেন। ম্যাচের দিন অনুমিতভাবেই এই দু’জনকে বাইরে রেখে একাদশ সাজিয়ে নামে বাংলাদেশ। কিন্তু আসলেই কতটা না খেলার মতো ছিল এই দুজনের চোট? দলীয় সূত্র জানা গেছে, মোসাদ্দেকের বাম কাঁধে সমস্যা থাকলেও সাইফুদ্দিনের চোটের ধরনটি বেশ রহস্যে ঘেরা। টনটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নাকি তিনি পিঠে চোট পেয়েছিলেন। কিন্তু ম্যাচের মাঝখানে তাকে কোন শুশ্রুষা নিতে দেখা যায়নি। গেল ক’মাসে ডেথ বোলিংয়ে দারুণ করা সাইফুদ্দিনের বদলে রুবেল হোসেনকে নিয়ে নামে বাংলাদেশ। এবার বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে নেমে রুবেল ৯ ওভারেই দেন ৮৩ রান। শেষ ১০ ওভারে ১৩১ রান নিয়ে নেয় অজিরা। ওই সময়টায় সাইফুদ্দিনে অভাব টের পেয়েছেন অধিনায়ক। ম্যাচ শেষে জানান, ‘আসলে ম্যাচের ভেতরে (টন্টনে ম্যাচের সময়) ফিজিও তাকে দেখার সুযোগ পায়নি। আশা করছি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। অবশ্যই সে উইকেট পাচ্ছিল। কঠিন সময়ে এসে ব্রেক থ্রু দিয়েছে। যেকোনো ইনফর্ম খেলোয়াড়কে মিস ত করতেই হয়, তাকে মিস করেছি।’ যে চোটে ম্যাচের ভেতরে তাৎক্ষণিক শুশ্রুষা নিতে হয়নি, সেই চোটেই গুরুত্বপূর্ণ ম্যাচ কেন খেলতে চাইবেন না সাইফুদ্দিন। তা থেকে গেছে অস্পষ্ট। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বলেই কি সাহসটা করতে পারেননি তিনি? কারণ যাইহোক, চোটের ব্যাপারে ধোঁয়াশা থেকে যাওয়ায় টিম ম্যানেজমেন্ট তার নেতিবাচক অ্যাপ্রোচে সন্তুষ্ট নয়। সাইফুদ্দিনের চেয়েও অবশ্য মোসাদ্দেক হোসেনকে বেশি মিস করেছে বাংলাদেশ। বাঁহাতি ডেভিড ওয়ার্নার জীবন পেয়ে জমে যাওয়ায় বাঁহাতি স্পিন নিয়ে কার্যকর হতে পারেননি সাকিব আল হাসান। আরেক ওপেনার অ্যারন ফিঞ্চ আউট হওয়ার পর ওয়ানডাউনে স্টিভেন স্মিথের জায়গায় অজিরা পাঠায় বাঁহাতি উসমান খাজাকে। দুই বাঁহাতি থাকায় কোনভাবেই সুবিধা করতে পারছিলেন না সাকিব। ম্যাচের বিচারে আঁটসাঁট বল করেছেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। আরেকজন অফ স্পিনারের অভাব তখন টের পাওয়া গেছে তীব্র। আগেই চোটে থাকা মাহমুদউল্লাহ বল করতে পারবেন না জানাই ছিল। মোসাদ্দেক চোটে পড়ায় তাই বিপাকে পড়ে দল।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট