চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

ইংরেজ হলে নাইটহুড পেতেন সাকিব !

স্পোর্টস ডেস্ক

২১ জুন, ২০১৯ | ২:০৬ পূর্বাহ্ণ

যুক্তরাজ্যের রানির দেওয়া অন্যতম সর্বোচ্চ সম্মানজনক উপাধি ‘নাইটহুড’। খ্যাতনামা ইংলিশ ব্যক্তিত্বরা পেয়ে থাকেন সম্মানজনক এই খেতাব। ইংল্যান্ডে জন্মালে সাকিব আল হাসানও নাইটহুড খেতাব পেতেন- মনে করেন জনপ্রিয় ধারাভাষ্যকার মার্ক নিকোলাস। সাবেক এই ইংলিশ ক্রিকেটার মনে করেন, সাকিব ক্রিকেটে যেভাবে নিজেকে মেলে ধরেছেন তাতে তিনি নাইটহুড খেতাব পাওয়ার যোগ্য। টনটনে ক্যারিবীয়দের বিপক্ষে তার দুর্দান্ত ইনিংসের প্রশংসা করেছেন এই ক্রিকেট বিশ্লেষক। ইএসপিএন ক্রিকইনফোতে লেখা কলামে নিকোলাস বলেন, ‘আধুনিক ক্রিকেট প্রদর্শনের দারুণ একটি পিচ ছিল এটি (টনটনে, ১৭ জুন)। এবং সাকিব তা প্রদর্শন করেই দুর্দান্ত ছিল।’ সাকিবের ১২৪ রানের অপরাজিত ইনিংসকে মূল্যায়ন করতে গিয়ে নিকোলাস বলেন, ‘তার অপরাজিত শতক ছিল কাট শটের মাস্টারক্লাস। কোনো ঝুঁকি ছাড়া ব্যাট করার একটি শিক্ষা।’ ‘যতদূর আমরা মনে করতে পারি- সাকিবই বেশিরভাগ সময় শীর্ষ অলরাউন্ডার হিসেবে থাকে। সাকিব যদি কোনো ইংলিশ ক্রিকেটার হত তাহলে তার জন্য নাইটহুড উপাধি পাওয়া হত নিছক সময়ের ব্যাপার।’ বলেন তিনি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট