চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সেই নেট বোলারের মায়ের কাছে ক্ষমা চাইলেন ওয়ার্নার

২১ জুন, ২০১৯ | ২:০২ পূর্বাহ্ণ

গত ৯ জুন ভারতের বিপক্ষে ম্যাচের আগে লন্ডনে অনুশীলনে করে অস্ট্রেলিয়া। যেখানে অসি ওপেনার ওয়ার্নারের শট মাথায় লেগে আহত হন নেট বোলার জয় কিশান প্লাজা। সে সময় তিনদিন হাসপাতালেও থাকতে হয় এই নেট বোলারকে। পরে ১৫ জুন শ্রীলংকার বিপক্ষে ম্যাচের আগে ওয়ার্নারের সঙ্গে দেখা করেন ২৩ বছর বয়সী সে নেট বোলার। সে সময়ে তাকে নিজের স্বাক্ষর করা একটি জার্সি দেন অস্ট্রেলিয়ান ওপেনার, সাথে ঐ ঘটনার জন্য তার কাছে দুঃখপ্রকাশও করেন তিনি। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ঐ নেটবোলার। তিনি বলেন, ‘ওয়ার্নার আমার কাছে ঐ ঘটনার জন্য দু:খ প্রকাশ করেছে।’ শুধুমাত্র নেট বোলারই নয়, তার মায়ের কাছেও ক্ষমা চেয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার। সেই নেট বোলার আরও জানান, ‘সে আমার মায়ের সাথেও কথা বলেছে এবং ঐ ঘটনার জন্য ক্ষমা চেয়েছে। আমার মা তার জন্য দোয়া করেছেন।’ ঐ ঘটনার বর্ণনা দিতে গিয়ে জয় কিশান বলেন, ‘এটা ফুল লেন্থের ইনসুইংগার ছিল। ওয়ার্নার খুব জোরেও মারেনি কিন্তু খুব দারুণ টাইমিং হয়েছিলো ব্যাটে। আমি বলের দিকে নজর রেখেছিলাম। কিন্তু বলটা দ্রুত আমার সামনে চলে আসে।’ তিনি আরও বলেন, ‘আমি বলের দিক থেকে সরে যাওয়ার চেষ্টা করছিলাম। কারণ এটা আমার চোখ অথবা নাকে এসে লাগার সম্ভাবনা ছিলো। শেষ পর্যন্ত এটা আমার মাথায় লাগে। এরপরই আমি নিচে পড়ে যাই। আমার কেবল মনে আছে সবাই আমাকে ঘিরে ধরেছিল।’-ইন্টারনেট

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট