চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

তীরে এসে ডুবল তরী

নিজস্ব প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি, ২০২১ | ৫:৫৮ অপরাহ্ণ

টেস্ট ম্যাচে এমন রোমাঞ্চের দেখা মেলে কালেভদ্রে। বলা যাচ্ছিল না কোন দল জিতবে। একবার বাংলাদেশের দিকে, একবার পাল্লা ঝুঁকে পড়ছিল ওয়েস্ট ইন্ডিজের দিকে। তবে শেষ হাসিটা ওয়েস্ট ইন্ডিজের।

ওয়েস্ট ইন্ডিজের দেয়া ২৩১ রানের টার্গেট তাড়া করতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় তীরে এসে তরী ডুবল স্বাগতিকদের। তবে শেষ উইকেটে দুর্দান্ত ব্যাটিংয়ে খেলাটা জমিয়ে তুললেন মেহেদি হাসান মিরাজ, সঙ্গী হলেন আবু জায়েদ।

৩ উইকেটে ৪১ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছিলো সফরকারীরা। নিয়মিত উইকেট হারিয়ে অলআউট হয় ১১৭ রানে। আবু জায়েদ রাহী জোড়া আঘাত হানেন। আর তাইজুল ঘূর্ণি বলে একে একে ফেরান জারমেইন ব্ল্যাকউড, জশুয়া ডা সিলভা ও আলজারি জোসেফকে। চার উইকেট এই বাহাতি স্পিনারের। তিনটি নাঈম হাসানের।

২৩১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক দুই ওপেনার তামিম ও সৌম্য। দুজন মিলে গড়েন ৫৯ রানের জুটি। ১৩ রানে সৌম্যর বিদায়ে ভাঙ্গে এই পার্টনারশিপ। তামিম ৪৪ বলে ফিফটি তুলে নিয়ে ফিরেছেন ব্রাথওয়েটের দ্বিতীয় শিকার হয়ে। নাজমুল শান্তকে ফেরান কর্ণওয়াল। দুই টেস্টের চার ইনিংস মিলে শান্ত করেছেন ৫১ রান।

মুশফিকুর রহিম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, লিটন দাস কেউই প্রতিরোধ গড়তে পারেনি। তাতেই ধুঁকছে দল দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো স্বাগতিকরা। ঘরের মাঠে প্রায় ৯ বছর পর হোয়াইটওয়াশ হলো টাইগাররা। সবশেষ ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই এমন লজ্জায় পড়েছিল তারা।

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট