২০ জুন, ২০১৯ | ২:১৯ পূর্বাহ্ণ
স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপে অপরাজেয় থাকল নিউজিল্যান্ড। অধিনায়ক কেইন উইলিয়ামসনের অপরাজিত শতকে বৃষ্টিস্নাত ম্যাচে গতকাল দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়ে সেমিফাইনালের পথেই থাকল কিউইরা। বৃষ্টির কারণে ৪৯ ওভারে নেমে আসা ম্যাচে হাশিম আমলা ও ডুসেনের অর্ধশতকে ৬ উইকেট হারিয়ে ২৪১ সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। জবাবে দিতে নেমে উইলিয়ামসনের অধিনায়কোচিত ব্যাটিংয়ে ৩ বল হাতে রেখে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। ৮০ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা নিউজিল্যান্ডকে একাই এগিয়ে নিয়ে জয় উপহার দেন কেইন উইলিয়ামসন। অল্প রানের পূঁজিতেও দারুণ লড়াই করেছিল প্রোটিয়ারা। তবে ফিল্ডিং ব্যর্থতায় হারতে হয়েছে তাদের। এ জয়ে পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আবারো তালিকার শীর্ষে উঠল নিউজিল্যান্ড। অন্যদিকে ছয় ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে বিশ^কাপ থেকে প্রায় ছিটকে পড়ল প্রোটিয়ারা।
কয়েকদিনের টানা বৃষ্টির কারণে গতকাল নির্ধারিত সময়ে মাঠ খেলার উপযোগী করতে পারেনি মাঠকর্মীরা। তাই শুরুতে প্রায় দেড় ঘণ্টা পর অনুষ্ঠিত হয় টস। তাতে ম্যাচের দৈর্ঘ্যও কমে আসে। ৪৯ ওভারে নির্ধারণ করা হয় খেলা। আর টস হেরে প্রথমে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। দলীয় ৯ রানেই ইনফর্ম ব্যাটসম্যান কুইন্টন ডি কককে হারিয়ে চাপে পড়ে দলটি। ব্যক্তিগত ৫ রানে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হন এ ওপেনার। এরপর ব্যক্তিগত ২৩ রান করে লকি ফার্গুসনের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন অধিনায়ক ডু প্লেসিস। তবে হাশিম আমলার ফিফটিতে দলীয় শতকের দেখা পায় প্রোটিয়ারা। মিচেল স্যান্টনারের বলে ৫৫ রান করে বোল্ড হন এই তারকা ব্যাটসম্যান। ৮৩ বলে ৪টি বাউন্ডারির সাহায্যে নিজের ইনিংস সাজান তিনি। এরপর দলীয় ১৩৬ রানে এইডাম মার্করাম ফিরলে চতুর্থ উইকেট হারায় প্রোটিয়ারা। মার্করাম ৫৫ বলে ৪টি চারে ৩৮ রান করেন। এরপর পঞ্চম উইকেট জুটিতে অবশ্য কিছুটা খোলস ছেড়ে বেড়িয়ে আসার চেষ্টা করে দলটি। ৭৪ বলে ৭৪ রানের জুটি গড়েন ভ্যান ডার ডুসান ও ডেভিড মিলার। দলীয় ২০৮ রানে ফার্গুসনের বলে বোল্টকে ক্যাচ দিয়ে মিলার ফিরলে এ জুটি ভাঙে। ৩৭ বলে ২টি চার ও ১টি ছক্কায় ৩৬ রান করেন মিলার। তবে ৬৪ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৬৭ রানের অপরাজিত ছিলেন ডুসেন। কিউইদের হয়ে ১০ ওভারে ৫৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ফার্গুসন। একটি করে উইকেট শিকার করেছেন বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম ও স্যান্টনার।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। রাবাদার বলে মাত্র ৯ রান করে ফেরেন কলিন মুনরো। ১২ রানে প্রথম উইকেট হারানোর ধাক্কা সামলে এগিয়ে যেতে থাকে নিউজিল্যান্ড দল। গাপটিল আর উইলিয়ামসন ভালোই এগিয়ে যাচ্ছিলেন। এ জুটিতে ৬০ রান সংগ্রহের পর ছন্দপতন কিউই ব্যাটিংয়ে। ৭২ থেকে ৮০, এ আট রানের মধ্যে আরো তিন উইকেট হারায় নিউজিল্যান্ড। আন্দিলে ফেলুকাওয়ের বল মারতে গিয়ে হিট উইকেট হয়ে ফেরেন গাপটিল ৫৯ বলে ৫ চারে ৩৫ রান করে। এরপর রস টেইলর ও টম লাথামের জোড়া উইকেট তুলে নেন ক্রিস মরিস। উইকেটরক্ষক ডি কককে ক্যাচ দেয়ার আগে এ দুই ব্যাটসম্যানে ১ রান করে সংগ্রহ করেন।
এরপর প্রথমে জেমস নিশাম ও পরে কলিন ডি গ্র্যান্ডহোমকে নিয়ে প্রতিরোধ গড়েন অধিনায়ক উইলিয়ামসন। দলীয় ১৩৭ রানে মরিসের বলে আমলার তালুবন্দী হয়ে নিশাম ফেরেন ৩৪বলে ৩টি চারে ২৩ রান করে। নিশাম ফেরার পর উইলিয়ামসনে যোগ্য সঙ্গ দেন কলিন ডি গ্র্যান্ডহোম। জয় থেকে মাত্র ১৪ রান দূরে থাকতে এনগিদি ফেরান গ্র্যান্ডহোমকে। প্লেসিসের তালুবন্দী হওয়ার আগে ৪৭ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৬০ রান করেন তিনি। তবে শেষ পর্যন্ত অপরাজেয় থেকে দলকে জয় এনে দিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক উইলিয়ামসন। ১৩৮ বলে গড় তাঁর ১০৬ রানের ইনিংস ছিল ৯টি চার ও ১টি ছক্কায় সমৃদ্ধ। অন্যপ্রান্তে ২ রানে অপরাজিত ছিলেন স্যান্টনার। প্রোটিয়াদের হয়ে মরিস ৩টি উইকেট নেন।
স্কোর
দক্ষিণ আফ্রিকা : ২৪১/৬ (৪৯)
ব্যাটিং
ডি কক- বোল্ড ট্রেন্ট বোল্ট-৫
হাশিম আমলা- বোল্ড স্যান্টনার- ৫৫
ফাফ ডু প্লেসিস- বোল্ড ফার্গুসন-২৩
এইডেন মার্করাম-কট মুনিরো বল গ্র্যান্ডহোম-৩৮
ফন ডার ডুসেন-অপরাজিত-৬৭
ডেভিড মিলার-কট বোল্ট বল ফার্গুসন-৩৬
আন্দিলে ফেলুকাওয়ে-কট উইলিয়ামসন বল ফার্গুসন-০
ক্রিস মরিস-অপরাজিত- ৬
বোলিং
বোলার-ওভার-বল-উইকেট
ম্যাট হেনরি-১০-৩৪-০
ট্রেন্ট বোল্ট-১০-৬৩-১
লুকি ফার্গুসন-১০-৫৯-৩
কলিন ডি গ্র্যান্ডহোম-১০-৩৩-১
মিচেল স্যান্টনার-৯-৪৫-১
নিউজিল্যান্ড :২৪২/৬ (৪৮.৩)
ব্যাটিং
মার্টিন গাপটিল-হিট উইকেট বল ফেলুকাওয়ে-৩৫
কলিন মুনরো-কট এন্ড বল রাবাদা-৯
কেইন উইলিয়ামসন-অপরাজিত-১০৩
রস টেইলর-কট ডি কক বল মরিস-১
টম লাথাম-কট ডি কক বল মরিস-১
জেমস নিশাম-কট আমলা বল মরিস-২৩
কলিন ডি গ্র্যান্ডহোম-কট প্লেসিস বল এনগিদি-৬০
মিচেল স্যান্টনার-অপরাজিত -২
বোলিং
বোলার-ওভার-রান-উইকেট
কাগিসো রাবাদা-১০-৪২-১
লুঙ্গি এনগিদি-১০-৪৭-১
ক্রিস মরিস-১০-৪৯-৩
আন্দিলে ফেলুকাওয়ে-৮.৩-৭৩-১
ইমরান তাহির-১০-৩৩-০