চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

হাজারের মাইলফলকে আমলার অনবদ্য কীর্তি

২০ জুন, ২০১৯ | ২:০২ পূর্বাহ্ণ

চলতি বিশ্বকাপের ২৫তম ম্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কিউই দলপতি কেন উইলিয়ামসন। ব্যাটিংয়ে ওপেনিংয়ে নামেন প্রোটিয়া ডানহাতি ব্যাটসম্যান হাশিম আমলা। ব্যক্তিগত ২৪ রান করে আট হাজারি রানের ক্লাবের সদস্য হলেন আমলা। ২ হাজার থেকে ৭ হাজার ওয়ানডে রানের মাইলফলকে দ্রুততম তালিকায় প্রতিবারই হালের এক নম্বর ব্যাটসম্যান বিরাট কোহলির থেকে উপরে হাশিম আমলা। একটা ইনিংস কম খেললে কোহলিকে টপকে দ্রুততম ৮ হাজারি ক্লাবের সদস্যও হতে পারতেন আমলা। তবে, ৮ হাজারি ক্লাবে প্রবেশ করে আমলা টপকে গেলেন স্বদেশী এবি ডি ভিলিয়ার্স, ভারতের গ্রেট সৌরভ গাঙ্গুলীদের। দ্রুততম সময়ে ওয়ানডেতে আট হাজার রান করার তালিকায় ডি ভিলিয়ার্স নেমে গেলেন তিন নম্বরে। ২০০৫ সালের ফেব্রুয়ারিতে ডারবানে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি। তাতে তার খেলতে হয়েছিল ১৮২ ইনিংস। সেখানে আমলা ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ১৭৬ ইনিংসে। ভারতের সাবেক দলপতি গাঙ্গুলীর লেগেছিল ১৮২ ইনিংস। আর কেউই ২০০ ইনিংস খেলার আগে ৮ হাজার রান করতে পারেননি। ৮ হাজারি ক্লাবের দ্রুততম সদস্য হয়ে শীর্ষে টিকে গেলেন ভারতের বর্তমান দলপতি বিরাট কোহলি। তিনি ১৭৫ ইনিংসে ব্যাট করে ওয়ানডেতে ৮ হাজার রান করেছিলেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট