চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

ছুটি কাটিয়ে ফুরফুরে বিরুষ্কারা

স্পোর্টস ডেস্ক

২০ জুন, ২০১৯ | ২:০১ পূর্বাহ্ণ

সাধে কী আর ইংল্যান্ডের এই দ্বিতীয় বৃহত্তম নগরীকে রেইনচেস্টার বলে থাকেন ওয়াসিম আকরাম! রবিবার খেলা শেষ হওয়ার পর থেকেই যে বৃষ্টি শুরু হয়েছিল, তা চলল মাঝরাত, ভোর পেরিয়ে সকাল পর্যন্ত। বৃষ্টি ধরার নাম নেই। এই পরিস্থিতিতে ‘থাকো তুমি বৃষ্টি নিয়েই’ বলে ভারতীয় দল চলে গেল লন্ডন। পাকিস্তানকে সহজেই ধারিয়ে দেবার আনন্দে পুরো দল কাটালো দু’দিনের ছুটি। গতকাল থেকেই আবার অনুশীলনে নেমে পড়েছে বিরাট এন্ড কোম্পানি। প্রস্তুতি, আফগানিস্তান ম্যাচের জন্য। তার আগে যে যাঁর মতো ঘুরতে বেরিয়ে এলেন। পাকিস্তান ম্যাচের ধকল কাটানোর জন্য এমন দাওয়াই ঠিক করে নিয়েছেন দল পরিচালন সমিতির সদস্যরা। তবে একসঙ্গে দলবদ্ধভাবে কিন্তু ম্যানচেস্টার ছাড়েনিা। এদিকে লন্ডনে বিরাটের সঙ্গে দেখা করে স্কটল্যান্ড বেড়াতে গেছেন বিরুষ্কা জুটি। যেতেই পারেন। ছুটি তো! ইংল্যান্ডে এসে যদি হাতে সময় এবং যথেষ্ট পয়সা থেকে থাকে, তাহলে বেড়ানোর জন্য ১০০ জায়গা আছে। প্রথম ১৪ দিনের মধ্যে যেন কোনও ক্রিকেটারের স্ত্রী হোটেলে থাকতে না পারেন, এমন একটা নির্দেশিকা ছিল ভারতীয় বোর্ডের। দুই সপ্তাহের আগেও ধোনির মতো শিখরের স্ত্রীও এসে গিয়েছিলেন। কিন্তু তাঁরা ক্রিকেটারদের হোটেলে থাকেননি। এখন থাকতে পারবেন। এবং সেটাও ১৫ দিনের বেশি নয়। এই সুযোগে স্ত্রী এবং বান্ধবীরা উড়ে আসছেন ইংল্যান্ডে। বাকিরা যে যাঁর মতো। তবে যেখানে খুশি বেড়াতে যেতেই পারেন। পাকিস্তানকে হারানোর পরও শিবিরে কেক কাটা হয়নি। হোটেলে নাচানাচিও হয়নি। টিম ইন্ডিয়া এ সব জমিয়ে রাখছে ১৪ জুলাইয়ের জন্য। পাকিস্তানকে হারানো এখন যখন রুটিন হয়ে গেছে, তখন উচ্ছ্বাস করবেন কেন? এমন একটা ভাব কিন্তু ঠিকরে বেরোয় ভারতীয় শিবির থেকে। তবে এরই মাঝে কে এল রাহুলের ভাল ব্যাটিং, কুলদীপ যাদবের ভাল বোলিং, বাবর আজমকে বোল্ড করা ডেলিভারি, হার্দিক পান্ডিয়ার ২ উইকেট নেওয়া, রোহিত শর্মার দুর্ধষ্য ফর্ম নিয়ে আলোচনা চলছে ঠিকই। তবে ময়নাতদন্তের আলোচনায় সিংহভাগ জুড়ে থাকল কে কোথায় ভুল করেছেন, তা নিয়ে। নাস্তার টেবিলেও ছিল ওই আলোচনার প্রতিফলন। সরকারিভাবে কেউ কিছু না বললেও সেমিফাইনালে যাওয়ার ভিসাটা যে শিবিরে চলে এসেছে, সেটা সবাই বুঝে গেছেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট