২০ জুন, ২০১৯ | ২:০১ পূর্বাহ্ণ
ভারতের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচের আগের দিন শোয়েব মালিকদের নাইট পার্টির ভিডিও ভাইরাল হয়। পরের দিন ভারতের কাছে ম্যাচ হারের পরেই নেটদুনিয়ায় পাকিস্তান ক্রিকেটারদের নিয়ে সমালোচনার ঝড় ওঠে। পাক ক্রিকেটারদের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন ওঠে। যার রেশ ছড়িয়ে পড়ে অনেকদূরে। পাক অভিনেত্রী বীনা মালিক টুইটারে একহাত নেন ভারতের টেনিস সুন্দরী সানিয়া মির্জাকে। সানিয়াও ছাড়েনননি পাক অভিনেত্রীকে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় ম্যাচের আগের রাতে সানিয়া মির্জা, শোয়েব মালিকের সঙ্গে নাইট পার্টিতে মশগুল ছিলেন ওয়াহাব রিয়াজ, ইমাম উল হকরা। সানিয়াকে একহাত নিয়ে বীনা মালিক লেখেন, ‘সানিয়া আমি তোমাদের সন্তানের কথা ভেবে খুবই চিন্তিত হচ্ছি। বড়দের পার্টিতে ছোট্ট শিশুকে নিয়ে গেছ। তোমার কি মনে হয় না এটা ওর পক্ষে ক্ষতিকর? পাশাপাশি তুমি একজন আন্তর্জাতিক ক্রীড়াবিদ। তোমার কি মনে হয় না কোনও আন্তর্জাতিক ম্যাচের আগে জাঙ্কফুড খেলোয়াড়দের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।’ টুইট যুদ্ধে নেমে যার প্রত্যুত্তরে সানিয়া মির্জা লেখেন, ‘প্রথমত, নাইট পার্টিতে আমাদের সন্তানকে আমরা নিয়ে যাইনি।
আমার ছেলের খেয়াল আমি কীভাবে রাখব সেটা নিয়ে মাথা ঘামাতে হবে না। দ্বিতীয়ত আমি পাকিস্তান ক্রিকেট দলের মা কিংবা ডায়াটিসিয়ান বা শিক্ষিকা নই। তারা কি খাবে? তারা কখন ঘুমোতে যাবে, তার খেয়াল রাখার দায়িত্ব আমার নয়।’ এদিকে পার্টি ইস্যুতে আইএএনএসের তথ্য অনুযায়ী পাকিস্তান ক্রিকেট বোর্ড গুজবকে ভুল বলে উড়িয়ে দিয়েছে। যেথানে তারা জানিয়েছে প্লেয়াররা দলের কোনো নিয়ম ভঙ্গ করেননি। শোয়েব মালিকও এই নিয়ে মুখ খুলেছেন। পিসিবির সেই রিপোর্ট দিয়ে শোয়েব মালিক একটি টুইট করেছেন। সেখানে তিনি লেখেন, কখন পাক মিডিয়া তাদের বস্তুনিষ্ঠ দায়িত্ব পালন করবে! ২০ বছরের বশি সময় ধরে দেশের ক্রিকেটের সঙ্গে রয়েছি। এই ভিডিওগুলো ১৩ জুনের, ১৫ জুনের নয়। শোয়েব মালিককে সব থেকে বেশি সমালোচনার মুখে পড়তে হয়েছে। কারণ তিনি চূড়ান্ত ব্যর্থ হয়েছেন ভারতের বিরুদ্ধে। তিনি শেষ পর্যন্ত অনুরোধ করতে বাধ্য হয়েছেন, যাতে তাদের পরিবারকে এই সবের থেকে বাইরে রাখা হয়। উল্লেখ্য, বিশ্বকাপে সবশেষ ম্যাচে ভারতের কাছে ৮৯ রানে হারের পর থেকে প্রবল সমালোচনার মুখে পড়তে হচ্ছে পাকিস্তানের ক্রিকেটারদের। ওই ম্যাচে শোয়েব মালিকের প্রথম বলেই আউট হওয়ার কারণেই সর্মকদের এমন তোপের মুখে পড়েছেন মালিক।