৪ ফেব্রুয়ারি, ২০২১ | ২:১০ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করেছেন মেহেদি মিরাজ। ১৬০ বলে সেঞ্চুরি করেন এই ডানহাতি। অসাধারন ব্যাটিং করে নিজের ইনিংসকে টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মত তিন অংকের ঘর ছোঁয়ালেন বাংলাদেশের এই অফ স্পিন অলরাউন্ডার।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪৮ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৪২৭ রান করেছে বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজ ১০১ ও মোস্তাফিজুর রহমান ২ রানে অপরাজিত আছেন।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল শুরু হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ৫ উইকেটে ২৪২ রান করে দিন শেষ করে মুমিনুল হকের দল।
পূর্বকোণ/এএ
The Post Viewed By: 261 People