চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনা আক্রান্ত রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ

আন্তর্জাতিক ডেস্ক

২ ফেব্রুয়ারি, ২০২১ | ৮:৫৫ অপরাহ্ণ

করোনাভাইরাস পজিটিভ হয়েছেন রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।

আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে তার করোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।

এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, রুটিন চেকআপ করাতে গিয়েই করোনা ধরা পড়ে ৭৩ বছর বয়সী পেরেজের। তবে তার মধ্যে করোনার কোনো ধরনের উপসর্গ নেই।

২০০০ সালে প্রথমবারের মতো রিয়াল মাদ্রিদের সভাপতির দায়িত্ব পান পেরেজ। দায়িত্ব নিয়েই তিনি জিনেদিন জিদান, ডেভিড ব্যাকহামের মতো বড় তারকাদের ক্লাবে ভেড়ান। এরপর ২০০৬ সালে রিয়াল ছেড়ে গেলেও দ্বিতীয় দফায় ২০০৯ সালে আবারও ফিরে আসেন ক্লাবের দায়িত্বে।

পেরেজের দ্বিতীয় মেয়াদে চারটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে রিয়াল মাদ্রিদ।

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট