চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

‘বাংলাদেশের পতাকার চাহিদা বেশি’

২০ জুন, ২০১৯ | ২:০৪ পূর্বাহ্ণ

কেনিংটন ওভাল, কার্ডিফ, ব্রিস্টলের পর টনটনেও পরশু বাংলাদেশের পতাকা বিক্রি করেছেন চার্লটি ক্যারিন। বাংলাদেশের আগের চার ম্যাচের তিন ভেন্যুতেই ভ্যান ভর্তি করে বাংলাদেশের জার্সি, ক্যাপ এবং পতাকার পসরা সাজিয়ে বসেছিলেন তিনি। ওভাল-কার্ডিফে বেশি হলেও ব্রিস্টলে বিক্রি ভালো হয়নি তার। কারন বৃষ্টির কারনে ব্রিস্টলে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ পরিত্যক্ত হয়েছিলো। আগের ভেন্যুগুলোর মত টনটনেও কথা হলো চার্লটির সাথে। আগেরবার চার্লটি বলেছিলেন, ‘বাংলাদেশের পতাকা বিক্রি করতে পেরে আমার খুবই ভালো লাগছে।’ বললেন, ‘ইংল্যান্ডের পর ভারতের মতো বাংলাদেশের পতাকারও চাহিদা বেশি। মাঠে যারাই খেলা দেখতে আসছেন বেশিরভাগ সমর্থকরা বাংলাদেশের পতাকা-জার্সি কিনছেন। আমারও খুব ভালো লাগছে বিভিন্ন ভেন্যুতে ঘুরে বাংলাদেশের পতাকা বিক্রি করতে।’ আজ ট্রেন্ট ব্রিজেও থাকবেন বলে জানিয়েছেন তিনি।-ইন্টারনেট

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট